shono
Advertisement
BJP MLA

অবশেষে প্রতিজ্ঞা পূরণ, গালভরা হাসিতে ৪ বছর পর চুল কাটালেন বিজেপি বিধায়ক

কী প্রতিশ্রুতি পূরণ করলেন বিধায়ক?
Published By: Amit Kumar DasPosted: 08:08 PM Dec 19, 2025Updated: 09:51 PM Dec 19, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুখে গর্বের হাসি। সাদা কাপড়ে শরীর মুড়ে চেয়ারে বসে রয়েছেন ঘাটকোপার পশ্চিমের বিধায়ক রাম কদম। গভীর মনোযোগের সহিত তাঁর চুল কাটছেন এক নাপিত। চারপাশে শোনা যাচ্ছে জনতার হর্ষধ্বনি। গত বৃহস্পতিবার এই দৃশ্য দেখা গেল মহারাষ্ট্রের ঘাটকোপারে। কিন্তু সামান্য চুল কাটার জন্য এতো আয়োজন? জানা যাচ্ছে, এ সামান্য চুল কাটা নয়, এর নেপথ্যে রয়েছে এক বিরাট সাফল্য ও প্রতিজ্ঞা পূরণের গর্ব। চার বছরের লড়াইয়ের পর মাথার চুলে কাঁচি পড়েছে বিধায়কের। বিশেষ আয়োজন তো হওয়ারই কথা। তাই আয়োজনে কোনও খামতি রাখেননি ঘাটকোপারের বিধায়ক।

Advertisement

মুম্বইয়ের ঘাটকোপার পশ্চিমের বিধায়ক রাম কদম। এই কেন্দ্রে জয়ী হওয়ার পর তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এলাকার পানীয় জল। সাধারণ ব্যবহারের জন্যও এখানে রীতিমতো সংঘর্ষ করতে হত। এই অবস্থায় এলাকার নির্বাচনী প্রতিনিধি হিসেবে রাম কদম প্রতিজ্ঞা করেছিলেন, যতদিন না নিজের কেন্দ্রে জলের সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে ততদিন মাথার চুল কাটাবেন না তিনি। এরপর থেকেই শুরু হয় তাঁর লড়াই। নিজের কেন্দ্রে জলের ব্যবস্থা করতে বৃহত্তর পরিকল্পনা শুরু করেন তিনি। প্রশাসনিক ক্ষেত্রে গোটা পরিকল্পনা বাস্তবায়নে কোমর বেঁধে নেমে পড়েন।

সমস্ত রকম সরকারি অনুমোদনের পর জোরকদমে শুরু হয়ে যায় কাজ। ২কোটি ৭ লক্ষ লিটার ধারন ক্ষমতা সম্পন্ন জলের ট্যাঙ্ক নির্মাণ করেন তিনি। এই ট্যাঙ্ক থেকে জল সরবরাহের জন্য ভান্ডুপ থেকে ৪ কিলোমিটার দীর্ঘ বিশেষ পাইপ লাইন বিছানো হয়। প্রকল্প বাস্তবায়িত হওয়ায় ঘাটকোপার পশ্চিমের জলের সমস্যার চিরস্থায়ী সমাধানের পথে এগোয়।

জনগণের সমস্যা দূরীকরণ ও প্রতিজ্ঞা রক্ষার পর অবশেষে বৃহস্পতিবার মাথার চুল কাটানোর সিদ্ধান্ত নেন বিধায়ক রাম কদম। নিজ কেন্দ্রেই সেই চুল কাটা কর্মসূচিতে ভিড় জমান স্থানীয় জনতা। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিধায়ক বলেন, "পাহাড়ি অঞ্চলে নলবাহিত জল সরবরাহ একটি গুরুতর সমস্যা। সেই সমস্যা আজ দূর হল। দেশের যে প্রান্ত এই সমস্যায় ভুগছে তারাও এই প্রকল্প অনুকরণ করতে পারে।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চার বছরের লড়াইয়ের পর মাথার চুলে কাঁচি পড়ল বিজেপি বিধায়কের।
  • গত বৃহস্পতিবার এই দৃশ্য দেখা গেল মহারাষ্ট্রের ঘাটকোপারে।
  • জানা যাচ্ছে, এ সামান্য চুল কাটা নয়, এর নেপথ্যে রয়েছে এক বিরাট সাফল্য ও প্রতিজ্ঞা পূরণের গর্ব।
Advertisement