shono
Advertisement

Breaking News

Howrah Purulia Superfast Express

'দেরিতে হলেও আসার জন্য ধন্যবাদ', পুরুলিয়া-হাওড়া সুপারফাস্টের ট্রেনচালককে গোলাপ দিয়ে অভ্যর্থনা যাত্রীদের

নিত্যদিনের সমস্যায় বিরক্ত যাত্রীরা।
Published By: Sayani SenPosted: 09:31 PM Dec 20, 2025Updated: 09:40 PM Dec 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিনের পর দিন ট্রেন লেট। কয়েক মিনিটের নয়, ঘণ্টার পর ঘণ্টা লেট ট্রেন। তার ফলে যাত্রী ভোগান্তি লেগেই থাকে। নিত্যদিনের সমস্যায় বিরক্ত যাত্রীরা। শনিবার অভিনব প্রতিবাদ পুরুলিয়া-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের যাত্রীদের।

Advertisement

জানা গিয়েছে, শুক্রবার পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস বিকেল ৪টে ৫০ মিনিট নাগাদ হাওড়া থেকে ছাড়ার কথা ছিল। ট্রেন ছাড়ে ৭টা ১৫ মিনিটি। খড়্গপুর পৌঁছতে ৮ ঘণ্টার বেশি দেরি করে। ওই ট্রেনটি ওন্দাগ্রাম স্টেশনে পৌঁছয় ৮ ঘণ্টা ২৪ মিনিট দেরিতে। রাত ৮টা ১৭ মিনিটে যে ট্রেনটি ঢোকার কথা ছিল, সেটি ভোর ৪টে ৪১ মিনিটে ঢোকে। আবার হাওড়া থেকে পুরুলিয়াগামী হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেসও প্রায় ৩ ঘণ্টা দেরি করে। আর তাতেই বেজায় বিরক্ত যাত্রীরা। তবে তা সত্ত্বেও 'গান্ধীগিরি'র মাধ্যমে অভিনব প্রতিবাদ করেন। ট্রেন বাঁকুড়ার ওন্দাগ্রাম স্টেশনে পৌঁছনোর পর চালককে গোলাপফুল দিয়ে স্বাগত জানানো হয়। মিষ্টিমুখও করানো হয় তাঁকে।

এই ট্রেনটি করে হাওড়া থেকে পুরুলিয়া পর্যন্ত যাওয়া যায়। যা হাওড়া থেকে ছাড়ার পর মেদিনীপুর, খড়্গপুর থেকে মেদিনীপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, আদ্রা ছুঁয়ে যাতায়াত করে। যাত্রীদের দাবি, বছরখানেক ধরে এই ট্রেনটি সময়মতো চলে না। তার ফলে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা। তাঁদে অভিযোগ, কোনওদিন রাত ১১টা, আবার কোনওদিন রাত ১২টা। কিংবা কোনদিন ২টোর পর ট্রেন স্টেশনে পৌঁছচ্ছে। তার ফলে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। প্রতিদিন প্রশাসনিক কর্তাব্যক্তিদের জানিয়েও লাভ হয়নি কিছুই। সে কারণে এদিন প্রতিবাদে সরব হন যাত্রীরা। ট্রেনচালককে মিষ্টিমুখ করিয়ে ফুল দিয়ে স্বাগত জানান। অভিনব প্রতিবাদে কার্যত তাজ্জব রেলচালকও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিনের পর দিন ট্রেন লেট। কয়েক মিনিটের নয়, ঘণ্টার পর ঘণ্টা লেট ট্রেন। তার ফলে যাত্রী ভোগান্তি লেগেই থাকে।
  • নিত্যদিনের সমস্যায় বিরক্ত যাত্রীরা।
  • শনিবার অভিনব প্রতিবাদ পুরুলিয়া-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের যাত্রীদের।
Advertisement