shono
Advertisement

জানেন কি? এই শহরে ৯ হাজার টাকা কিলো দরে বিকোচ্ছে ‘সোনার মিষ্টি’!

‘২৪ ক্যারেট মিঠাই ম্যাজিক’-ই এখন টক অফ দ্য টাউন৷ The post জানেন কি? এই শহরে ৯ হাজার টাকা কিলো দরে বিকোচ্ছে ‘সোনার মিষ্টি’! appeared first on Sangbad Pratidin.
Posted: 02:46 PM Aug 20, 2018Updated: 03:16 PM Aug 20, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিষ্টি খেতে ভালবাসেন না এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে৷ আর মিষ্টি ছাড়া কোনও উৎসবের কথা ভাবাই যায় না৷ তার উপর আবার আর মাত্র কয়েকদিন পরেই রাখি৷ ভাইদের হাতে রাখি বেঁধে শুভকামনার দিন৷ ভাইদের কল্যাণ কামনার ঢালাও আয়োজন আবার মিষ্টি ছাড়া হয় নাকি? তাই তো, বিক্রেতারা ইতিমধ্যেই হরেকরকম মিষ্টির পসরা সাজাতে ব্যস্ত৷ রাখি উপলক্ষে কেনাকাটায় দামের কথা বিশেষ ভাবেন না বোনেরা৷ তাই এই সময়ে দোকানে দোকানে বেশ চড়া দামেই বিকোয় মিষ্টি৷ কিন্তু তাই বলে প্রতি কেজি মিষ্টির দাম ন’হাজার টাকা! অবাক লাগলেও, এটাই সত্যি! গুজরাটের সুরাটের এক দোকানে প্রায় সোনার দামেই বিকোচ্ছে ‘সোনার মিষ্টি’৷

Advertisement

[অশরীরীর সঙ্গে বাস করছেন সরকারি আমলা! নেটদুনিয়ায় ভাইরাল ভিডিও]

সারা বছর রাখির জন্য অপেক্ষা করে থাকেন বোনেরা৷ ইতিমধ্যেই বিভিন্ন দোকান সেজে উঠেছে হরেক রকম রাখির বাহারে৷ আদরের ভাই বা দাদার জন্যে মনের মতো রাখি কিনতে দোকানে দোকানে ভিড় জমতে শুরু হয়েছে৷ কিন্তু রাখি কিনতে বেরিয়ে চক্ষু চড়কগাছ সুরাটের মহিলাদের৷ রাখির দোকানের পরিবর্তে মহিলাদের ভিড়ে ঠাসা একটি মিষ্টির দোকান৷ রাখির তো বাকি অনেকদিন৷ এত দিন আগে থেকে তো আর মিষ্টি কিনে রাখবেন না  কেউ৷ তবে কেন এত ভিড়? কৌতূহল মেটাতে মিষ্টির দোকানে ঢুকে পড়েন দিব্যা শাহ নামে এক ক্রেতা৷ তিনি দেখেন, ওই দোকানে সোনার ফয়েলে মুড়ে বিকোচ্ছে মিষ্টি৷ ৯ হাজার টাকা কিলো দরে বিক্রি হচ্ছে ওই মিষ্টি৷

[প্রেমিকার রাগ ভাঙাতে রাস্তা জুড়ে ‘আই অ্যাম সরি’ হোর্ডিং, তারপর কী হল যুবকের?]

[OMG! অনলাইন শপিংয়ে খাবার অর্ডার করে বাড়িতে এল কুমির!]

দোকানের মালিক প্রিন্স বলেন, ‘‘রূপোর ফয়েলে মিষ্টি মুড়ে বিক্রি করার পরিকল্পনা করেছিলাম৷ কিন্তু সোনা স্বাস্থ্যের পক্ষে উপকারি৷ ক্রেতাদের কথা ভেবে তাই সোনার ফয়েলে মুড়ে রাখা হয়েছে ওই মিষ্টি৷ ‘সোনার মিষ্টি’ দিয়ে ক্রেতাদের চমক দেওয়া গেলেও, লক্ষ্মীলাভ হবে না বলেই ভেবেছিলেন প্রিন্স৷ কিন্তু প্রিন্সের সোনার মিষ্টি একেবারে বিকোচ্ছে না, তা ভাবলে ভুল হবে৷ বিকোচ্ছে ভালই৷ সোনার মিষ্টির জন্য আলাদাভাবে পরিচিতিও পেয়েছে দোকানটি৷ লোকমুখে প্রচলিত ‘২৪ ক্যারেট মিঠাই ম্যাজিক’-ই এখন টক অফ দ্য টাউন৷

The post জানেন কি? এই শহরে ৯ হাজার টাকা কিলো দরে বিকোচ্ছে ‘সোনার মিষ্টি’! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার