shono
Advertisement

দারিদ্র্যকে বুড়ো আঙুল দেখিয়ে নজির, দ্বাদশের পরীক্ষায় ৬০০-তে ৬০০ কাঠমিস্ত্রি-কন্যার

উচ্চ শিক্ষায় ছাত্রীর পাশে থাকবে সরকার, আশ্বাস মুখ্যমন্ত্রীর স্ট্যালিনের।
Posted: 01:56 PM May 10, 2023Updated: 01:56 PM May 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চমকে দিলেন তামিলনাড়ুর (Tamil Nadu) কাঠমিস্ত্রির মেয়ে। দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় ৬০০-তে ৬০০ পেয়ে নজির গড়লেন তিনি। ছ’টি বিষয়ের প্রতিটিতেই ১০০-তে ১০০ পেয়েছেন তিনি। সোমবার তামিলনাড়ুর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ছাত্রীর চমকে দেওয়া ফলের কথা ঘোষণা করেছে। যা নিয়ে হইচই শুরু হয়েছে তামিলনাড়ু ছাড়িয়ে গোটা দেশে। সকলেই কুর্নিশ জানাচ্ছেন সেরার মধ্যে সেরা ছাত্রীকে। অভিনন্দন জানিয়েছেন খোদ সে রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (CM MK Stalin)।

Advertisement

কৃতি ছাত্রীর নাম এস নন্দিনী। তামিলনাড়ুর ডিন্ডিগুল জেলার বাসিন্দা তিনি। বাবা পেশায় কাঠমিস্ত্রি। গরিব ঘরে শিক্ষার আলো জ্বালা নন্দিনী জানিয়েছেন, ভবিষ্যতে অডিটর হতে চান। তাঁর কথায়, “৬০০-তে ৬০০ পেয়ে আমি খুশি। এই সাফল্য আমার বাবা-মা এবং শিক্ষকদের উৎসর্গ করতে চাই। আত্মবিশ্বাসী হলে সাফল্য অর্জন করা সম্ভব।” মুখ্যমন্ত্রী স্ট্যালিন আশ্বাস দিয়েছেন, উচ্চ শিক্ষার জন্য সরকারের তরফে সাহায্য করা হবে নন্দিনীকে।

[আরও পড়ুন: নেশা ও পর্নোগ্রাফিতে বুঁদ হয়ে ৩০টি শিশুকে যৌন হেনস্তা করে খুন! দোষী সাব্যস্ত যুবক]

নন্দিনীর মতোই চমকে দিয়েছেন চেন্নাই কর্পোরেশন পরিচালিত স্কুলের ছাত্রী এন গায়িত্রী। ৬০০-র মধ্যে ৫৯২ পেয়েছেন তিনি। দু’টি বিষয়ে ১০০-র মধ্যে ১০০ পেয়েছেন। বাকি চারটি বিষয়ে পেয়েছেন ৯৯ করে। গায়িত্রীর মা ফলের দোকানে কাজ করেন। বাবা গ্রন্থাগার কর্মী। ফলাফল জানার পর গায়িত্রী বলেছেন, “একমাত্র শিক্ষাই আমাদের জীবনে বদল আনতে পারে। অন্যকে বোঝার একমাত্র পথও শিক্ষা।”

[আরও পড়ুন: রেস্তরাঁয় ধোসা খেতে গিয়ে ধোকা খেলেন খোদ IPS অফিসার! তাজ্জব নেটদুনিয়া]

পিতৃহারা মনীষা। মা পেশায় সাফাইকর্মী। তিনি দ্বাদশ শ্রেণির পরীক্ষায় পেয়েছেন ৪৯৯। ভবিষ্যতে পুলিশ অফিসার হতে চান মনীষা। তাঁর কথায়, শিক্ষা এবং প্রতিভার জোরে ব্যক্তির আর্থসামাজিক বদল আনা সম্ভব। উল্লেখ্য, তামিলনাড়ুতে এবছর দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেছিলেন ৮ লক্ষ ৩ হাজার ৩৮৫ জন। কৃতকার্য হয়েছেন ৭ লক্ষ ৫৫ হাজার ৪৫১ জন। ছেলেদের পাশের হার ৯১.৪৫ শতাংশ, মেয়েদের পাশের হার ৯৬.৩৮ শতাংশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার