shono
Advertisement

Breaking News

Bihar

বাইক থেকে নামতেই বিপত্তি! বৃদ্ধকে রাস্তায় ফেলে লাথি, কামড় গরুর

দেখে নিন ভাইরাল সেই ভিডিও।
Published By: Gopi Krishna SamantaPosted: 07:14 PM Jul 21, 2025Updated: 07:14 PM Jul 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইক থেকে নামতেই বিপত্তি! বৃদ্ধের দিকে হঠাৎ এগিয়ে এল একটি গরু। পিছন থেকে আরও একটি গরু এসে ওই বৃদ্ধের উপর আক্রমণ করল। নিচে পরে যেতেই বৃদ্ধকে লাথি মারতে শুরু করল গরু দু’টি। রবিবার বিকালে বিহারের বাঙ্কা জেলার পুনিসিয়া গ্রামের এমন ভয়াবহ ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে। তারপরেই সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisement

বৃদ্ধের এমন অবস্থা দেখে সেখানে থাকা বেশ কয়েকজন এগিয়ে এলেও গরুর আক্রমণের হাত থেকে ওই বৃদ্ধকে রক্ষা করতে পারেনি। পরে আরও কয়েকজন এগিয়ে এসে কোনওরকমে বৃদ্ধকে সরিয়ে নিয়ে যেতে সক্ষম হন। যদিও এর পরেই অন্য আরেকজনের উপর হামলা চালায় একটি গরু।

এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। এদিকে আহত বৃদ্ধকে উদ্ধার করার পর স্থানীয় হাসপাতলে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে গরুটি কেন ওই বৃদ্ধকে আক্রমণ করল তা নিয়ে নানা জনের মধ্যে নানা মত দেখা গিয়েছে।

এদিকে এই ঘটনার পর স্থানীয়রা অভিযোগ করেছেন, সাম্প্রতিক সময়ে রাস্তার মধ্যে গবাদি পশুদের আনাগোনা বেড়েছে। এরফলে এখদিকে যেমন যানজট বেড়েছে, ঠিক তেমনই একাধিক সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে। রাস্তাঘাটে গবাদি পশুর আনাগোনা কমানোর জন্য প্রশাসনের কাছে যাবতীয় ব্যবস্থা নিতে আবেদন জানিয়েছেন তারা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাইক থেকে নামতেই বিপত্তি! বৃদ্ধের দিকে হঠাৎ এগিয়ে এল একটি গরু।
  • পিছন থেকে আরও একটি গরু এসে ওই বৃদ্ধের উপর আক্রমণ করল।
  • নিচে পরে যেতেই বৃদ্ধকে লাথি মারতে শুরু করল গরু দু’টি।
Advertisement