shono
Advertisement
Vietnamese

হিন্দি-গুজরাটি বলেন, 'বালিকা বধূ' দেখেন! সোশাল মিডিয়ায় ভাইরাল এই ভিয়েতনামি যুবক

ভারতীয় টিভি সিরিয়াল 'বালিকা বধু' দেখে ভিয়েতনামি যুবক।
Published By: Kishore GhoshPosted: 09:51 PM Dec 01, 2025Updated: 09:51 PM Dec 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভূতের নামে 'রামনাম'-এর মতো কঠিন না হলেও একেবারে সহজ বিষয় নয়। একজন ভিয়েতনামি যুবক অবলিলায় হিন্দি এবং গুজরাটিত কথা বলছেন। সম্প্রতি ওই যুবকের হিন্দি এবং গুজরাটিতে কথা বলার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Advertisement

নিক সিন্ধাব নামের একটি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থেকে ভিয়েতনামি যুবকের ভিডিওটি পোস্ট করা হয়। সেখানে ভিয়েতনামে বেড়াতে যাওয়া ভারতীয় পর্যটকদের সঙ্গে ভিয়েতনামি যুবকের কথাবার্তা উঠে এসেছে। রীতিমতো গড়গড় গুজরাটি বলতে দেখা গিয়েছে যুবককে। এক পর্যটক 'কেম ছো' (কেমন আছ?) বলতেই যুবক জবাব দেন 'মাজা মা ছু' (মজায় আছি বা ভালো আছি)। সে ভিডিওতে দাবি করে, টিভিতে হিন্দি সিরিয়াল 'বালিকা বধু' দেখে।

এই ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে। ভিয়েতনামে বেড়াতে যাওয়া পর্যটকরা তো বটেই, নেটিজেনরাও অবাক। ভিডিও ক্যাপশানে লেখা হয়েছে, "এই ঘটনায় আমরা হতবাক। প্রথমে হিন্দিতে এবং পরে গুজরাটিতে কথা বলে ভিয়েতনামি যুবক।" অধিকাংশ নেটিজেন অবাক হলেও একজন লিখেছেন, এতে অবাক হওয়ার কিছু নেই। প্রচুর সংখ্যক ভারতীয় ভিয়েতনামে বেড়াতে যান। তাঁদের কথাবার্তা শুনে শুনেই ভাঙা ভাঙা হিন্দি ও গুজরাটি শিখেছেন ভিয়েতনামি যুবক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিক সিন্ধাব নামের একটি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থেকে ভিয়েতনামি যুবকের ভিডিওটি পোস্ট করা হয়।
  • ভিয়েতনামে বেড়াতে যাওয়া পর্যটকরা তো বটেই, নেটিজেনরাও অবাক।
Advertisement