সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যিনি ভাবগম্ভীর, তিন রোম্যান্টিক নন। এমনটাই সাধারণ ধারণা। সেই ভাবনা চুরমার হয়ে গেল সামাজিকমাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ছবিতে। খোদ বনের রাজাকে পোজ দিতে দেখা গেল সমুদ্রতটে। সিনেমার দৃশ্য নয়, হাতেগরম বাস্তব ঘটনা। উত্তাল সমুদ্র সৈকতে পশুরাজ সিংহকে (Lion) দেখে চমকে গিয়েছেন নেটিজেনরা। রীতিমতো ঢেউয়ের মাঝে দাঁড়িয়ে স্নান উপভোগ করছিল সিংহটি।
এই ঘটনা ভারতে সিংহের স্বর্গরাজ্যে গুজরাটের (Gujarat)। জুনাগড়ে আরব সাগরের তীরে লেন্সবন্দি হয়েছে পশুরাজ। ছবিটি টুইট করেন জুনাগড়ের বন আধিকারিক। লেখেন, “ভাদ্রা পুনমে টহল চলাকালীন দরিয়া কাঁথা এলাকায় একটি সিংহকে দেখা গিয়েছে।” পরে আরও এক বন আধিকারিক পারভিন কেশওয়ান একই ছবি পোস্ট করেন। লেখেন, “গুজরাট সৈকতে উত্তাল সাগরের ঢেউ উপভোগ করছে সিংহরাজ।” যে ছবি দেখে অনেকেই বিস্মিত। তাঁরা প্রশ্ন তুলেছেন, সত্যি ঘটনা? সমুদ্রে যেতে পারে সিংহ? পথভ্রষ্ট হয়ে সমুদ্রের দিকে চলে গিয়েছিল কি?
[আরও পড়ুন: সস্তায় সোনার বিগ্রহ কিনতে গিয়ে বিপত্তি! কুলতলিতে প্রতারকের মারে গুরুতর জখম ক্রেতা]
এই বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে একটি গবেষণাপত্র শেয়ার করেছেন পারভিন। ওই গবেষণাপত্রটির নাম ‘লিভিং অন সি কোস্ট: রেঞ্জিং অ্যান্ড হ্যাবিটাট ডিস্ট্রিবিউশন অফ অ্যাসিয়াটিক লায়নস’। গবেষণাপত্রটি পড়লে প্রাণীদের পছন্দের পরিবেশ এবং আবাসস্থল সম্পর্কে তথ্য জানা যাবে বলে জানিয়েছেন কেশওয়ান। আমজনতার অনেকেই অবশ্য বেজায় মজা পেয়েছেন সিংহের কাণ্ডে। একজন লিখেছেন, “ছুটিতে সাগরতীরে সময় কাটাতে এসেছে সিংহ।” আরও একজন একটি সিনেমার নাম করে বলেছেন, “হুবহু সিনেমার দৃশ্য।”