shono
Advertisement

গর্বের মুহূর্ত! IPS কন্যাকে স্যালুট অসমের ডিজিপি-র, ভাইরাল ভিডিও

'আমি বাক্যহারা', মন্তব্য অসমের ডিজিপির।
Posted: 04:08 PM Feb 12, 2023Updated: 04:08 PM Feb 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তান তাঁর মতোই কিংবা চেয়েও বড় প্রতিষ্ঠা পাক জীবনে। সব বাবা-মায়ের এমন আকাঙ্খা থাকে। যদিও সকালের কপালে সেই গর্বের তথা আনন্দের হার জোটে না। অসমের (Assam) ডিজিপি (DGP) জ্ঞানেন্দ্র প্রতাপ সিংয়ের জীবনে যা বাস্তবেই ঘটল। সম্প্রতি একটি ভিডিও টুইট করেন জানেন্দ্র। যেটি ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে আইপিএস (IPS Officer) অফিসার ঐশ্বর্য্য সিংকে। যিনি অসমের বর্তমান ডিজিপির কন্যা। সম্মান প্রদর্শনে একে অপরের প্রতি স্যালুট জানান বাবা ও মেয়ে। জীবনের অন্যতম সেরা মুহূর্তে বাক্যহারা হয়ে পড়েন ডিজিপি জ্ঞানেন্দ্র।

Advertisement

সর্দার বল্লভভাই প্যাটেল জাতীয় পুলিশ অ্যাকাডেমির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সম্প্রতি আইপিএস হয়েছেন ঐশ্বর্য্য। অন্যদিকে চলতি মাসেই ডিরেক্টর জেনারেল অফ অসম পুলিশ হন জ্ঞানেন্দ্র। এর আগে হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma) রাজ্যের আইনশৃঙ্খলা বিভাগের স্পেশাল ডিজিপি ছিলেন। ডিজিপির দায়িত্ব নেওয়ার পর গর্বিত জানেন্দ্র বলেছিলেন, “কামাখ্যা মায়ের আশীর্বাদে অসমের জনগণের সেবার সুযোগ কাজে লাগাতে চাই। এবার গর্বিত হলেন মেয়ের কৃতীত্বে।

[আরও পড়ুন: পেট্রোপণ্যের দামে নাভিশ্বাস জনতার, অথচ একলাফে রাষ্ট্রায়ত্ত সংস্থার লাভ বাড়ল ৪০ শতাংশ]

“আমি বাক্যহারা। মেয়ের থেকে স্যালুট পেলাম। এদিনই সে আইপিএস হয়েছে।” টুইটে লেখেন অসমের ডিজিপি জ্ঞানেন্দ্র। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। নেটিজেনদের বক্তব্য, এর চেয়ে সুন্দর দৃশ্য একজন বাবার জন্য আর হতেই পারে না। ঐশ্বর্য়ের ক্ষেত্রেও একই কথা বলা যায়। উল্লেখ্য, ভিডিওর পাশাপাশি বাবা-মেয়ের ছবিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

[আরও পড়ুন: জুটল না অ্যাম্বুলেন্স, বাবাকে ঠেলাগাড়িতে চাপিয়ে হাসপাতালে ছুটল খুদে, ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার