shono
Advertisement

Breaking News

হাত নেই তো কী! পা দিয়েই সন্তানের পোশাক বদলে দিচ্ছেন মা, বিশ্ব মাতৃদিবসে ভাইরাল ভিডিও

মা সারা তালবিকে কুর্নিশ জানাল নেটিজেনরা।
Posted: 06:23 PM May 08, 2022Updated: 06:42 PM May 08, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই যে এত আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, পাড়া-প্রতিবেশী ঘিরে থাকে একজন মানুষকে। আর কথায় কথায় রক্তের সম্পর্কের কথা তুলি আমরা। প্রতিদিনের সংবাদপত্রে চোখ বোলালেই বোঝা যায় অপ্রিয় সত্য- এই সব সম্পর্ক আসলে মিথ্যে। একটি মাত্র ব্যতিক্রম, তিনি মা। মায়ের দিক থেকে সন্তানের প্রতি স্নেহই এপৃথিবীর একমাত্র সৎ ও সত্যি ভালবাসা। সে কথাই ফের প্রমাণ করলেন ৩৮ বছরের সারা তালবি (Sarah Talbi)। বিশ্ব মাতৃদিবসে ভাইরাল হয়েছে তাঁর সন্তান স্নেহের অপূর্ব স্নেহময় ভিডিও। প্রশ্ন হল, সারা কে? হঠাৎ তাঁর ভিডিও ভাইরাল হল কেন?

Advertisement

আসলে বেলজিয়ামের (Belgiam) বাসিন্দা সারার জন্ম থেকেই দুটো হাত নেই। অবশ্য হাত-পা-চোখ থেকেও অনেকের আদতে তা নেই, সারার মনের জোর তাদের থেকে বেশি। ভাইরাল হওয়া ভিডিতে সে কথাই প্রমাণিত। সেখানে দেখা গিয়েছে, সারা তাঁর সন্তানের পোশাক পরিবর্তন করছেন পা দিয়ে। নিপুন দক্ষতায় পায়ের আঙুলের ব্যবহারে। বিশ্ব মাতৃদিবসে এই ভিডিও দেখে আবেগবিহ্বল হয়ে পড়েছেন গোটা বিশ্বের মানুষ। সকলেই কুর্নিশ জানাচ্ছেন এই মা-কে। যিনি ওই ভিডিওটি টুইট করেন, তিনি ক্যাপশানে লেখেন, “ঠিকই বলা হয়, যে মায়ের চেয়ে বড় যোদ্ধা কেউ নেই। সব মায়েদের জন্য অনেক অনেক শুভকামনা, যাঁরা তাঁদের সন্তানদের ভালবাসা, অনুপ্রেরণা ও মূল্যবোধ দিয়ে সক্ষম করে তোলেন।”

[আরও পড়ুন: বিয়েবাড়িতে গান গাইতে ডেকে তরুণীর মাথায় বন্দুক ঠেকিয়ে গণধর্ষণ! গ্রেপ্তার তিন যুবক]

আজন্ম দুটি হাত না থাকায় ছোট থেকেই কঠিন লড়াই করতে হয়েছে সারাকে। কঠোর অনুশীলনে ধীরে ধীরে পা-কেই করে তুলেছেন হাত ও পা দুই। শিখে নিয়েছেন খাওয়া, পোশাক পরা, চুল আঁচড়ানো, দাঁত মাজার মতো সব কাজ৷ পা দিয়েই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে রপ্ত করেছেন পা দিয়ে সব্জি কাটার কৌশলও৷ এমনকী, মেকআপও করেন ওই পা দিয়েই৷ এখন তাঁর ৩ বছরের কন্যা লিলিয়ার যত্নআত্তি করতেও ভরসা পদযুগলই৷

[আরও পড়ুন: সরকারি কোষাগারের লক্ষ লক্ষ টাকা খরচ আপের প্রচারে! বিতর্কে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী]

যদিও মেয়ের জন্মের পর খানিক ভয় পেয়েছিলেন সারা। ভেবেছিলেন, প্রতিবন্ধকতা ডিঙিয়ে সন্তানকে বড় করে তুলতে পারবেন তো! পেরেছেন তিনি, মাতৃ দিবসে ভাইরাল হওয়া ভিডিও দেখে বলছেন নেটিজেনরা। উল্লেখ্য, সারা তালবি একজন সফল ইউটিউবারও৷ দৈনন্দিন জীবনকেই তুলে ধরেন নিজের চ্যানেলে৷ তাঁর ফলোয়ার সংখ্যা ২ লক্ষ ৭৪ হাজারেরও বেশি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার