সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি মাধ্যমিক পাশ? চাকরি ক্ষেত্রের ইঁদুরদৌড়ে পিছিয়ে পড়ার আশঙ্কায় রয়েছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। ন্যূনতম মাধ্যমিক পাশেই মিলতে পারে সরকারি চাকরি। ঝাড়গ্রাম আদালতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হল। আগামী ১০ জুনের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে। জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।
স্টেনোগ্রাফার (গ্রুপ বি)
- মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
- কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে।
- শর্টহ্যান্ড মিনিটে ৮০টি শব্দ এবং মিনিটে ৩০টি শব্দ টাইপিংয়ের গতি হতে হবে।
লোয়ার ডিভিশন ক্লার্ক (গ্রুপ সি)
- মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
- কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে।
[আরও পড়ুন: মোটা বেতনের সরকারি চাকরি চান? আপনার জন্য রয়েছে সুবর্ণ সুযোগ]
প্রসেস সার্ভার (গ্রুপ সি)
- ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
- কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে।
পিওন/নাইট গার্ড (গ্রুপ ডি)
- ন্যূনতম অষ্টম শ্রেণি পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
- কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে।
সুইপার (কর্মবন্ধু) (গ্রুপ ডি)
বাংলা ইংরাজি লিখতে ও বলতে পারার যোগ্যতা থাকা প্রয়োজন।
আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।
আবেদনের পদ্ধতি:
https://www.calcuttahighcourt.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
আবেদনের শেষ দিন:
আগামী ১০ জুনের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন করতে পারেন।
এছাড়া আবেদন সংক্রান্ত যেকোনও তথ্যের জন্য https://www.calcuttahighcourt.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।