shono
Advertisement

ভারতবিরোধী ৯ জঙ্গি গোষ্ঠী সক্রিয় কানাডায়, দিল্লির অনুরোধেও মুখ ফেরায় ট্রুডো সরকার!

কানাডায় আশ্রয় নিয়েছে খলিস্তানি চরমপন্থীরা, দাবি ভারতের।
Posted: 10:50 AM Sep 20, 2023Updated: 11:13 AM Sep 20, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খলিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনায় ভারত-কানাডা বিবাদ চরমে উঠেছে। এর মধ্যেই কানাডা (Canada) প্রশাসনের বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনল ভারত। দিল্লির দাবি, খলিস্তাপন্থী জঙ্গিদের সমর্থনকারী ৯টি বিচ্ছিন্নতবাদী সংগঠন রয়েছে কানাডায়। একাধিক অনুরোধের পরেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি ট্রুডো সরকার। অথচ পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার খুন-সহ একাধিক জঘন্য অপরাধে অভিযুক্ত ওই সংগঠনের সদস্যরা।

Advertisement

ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশন (WSO), খলিস্তান টাইগার ফোর্স (KTF), শিখস ফর জাস্টিস (SFJ)-এর মতো বড় জঙ্গি সংগঠনগুলো কানাডার মাটি থেকে পাকিস্তানের নির্দেশে কাজ করে থাকে বলে দাবি ভারতের। দিল্লির দাবি, খলিস্তানি জঙ্গি তথা কানাডিয়ান নাগরিক হরদীপ সিং নিজ্জরের হত্যার সঙ্গে ভারতের কোনও সম্পর্ক নেই। আরও বলা হয়েছে, একাধিক কূটনৈতিক এবং নিরাপত্তা আলোচনায় ‘ওয়ান্টেড’ জঙ্গি এবং গ্যাংস্টারদের ভারতের ফেরানোর বিষয়ে বলা হলেও কানাডা রাজি হয়নি।

[আরও পড়ুন: জঙ্গি ভর্তি কাশ্মীরে অপহরণের আশঙ্কা, কানাডার নাগরিকদের ভারত ছাড়ার পরামর্শ ট্রুডোর]

এই মুহূর্তে কমপক্ষে ৯টি ভারতবিরোধী জঙ্গি সংগঠন সক্রিয় কানাডায়। এদের বেশ কয়েকটি পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলে। আইএসআই-এর নীল নকশাতেই কাজ করে। যদিও তাদের বিরুদ্ধে কোনওরকম ব্যবস্থা নিচ্ছে না ট্রুডো প্রশাসন। জঙ্গিরা সাধারণ নাগরিকদের মতোই সেদেশে বসবাস করছেন। নয়ের দশকের গোড়ার দিকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে জড়িত গুরবন্ত সিং-সহ বেশ কয়েকজনকে ভারতে ফেরানোর অনুরোধ করেছিল দিল্লি। যদিও আজ অবধি তা বাস্তবায়িত হয়নি। ইন্টারপোলের রেড কর্নার নোটিসের পরেও জঙ্গি হস্তান্তরের বিষয়ে রাজি হয়নি কানাডা

[আরও পড়ুন: আমেরিকাকে ‘শান্তিপূর্ণ সহাবস্থানে’র বার্তা, হঠাৎ সুর নরম জিনপিংয়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement