shono
Advertisement

প্রথম প্রেমের নস্টালজিয়াকে ফেরাল ‘মেরি পেয়ারি বিন্দু’

প্রেমের এই স্মৃতিতে উঠে এসেছে শহর কলকাতার অলিগলিও।
Posted: 07:39 PM Mar 31, 2017Updated: 02:09 PM Mar 31, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যৌবনের ব্যাপারই আলাদা। কিশোর প্রেমের মোহে পাশের বাড়ির মেয়েটির জানলায় একবার না একবার তো উঁকি দিয়েছেই। খুঁজেছে সেই কাজল নয়নাকে। খুঁজেছে সেই এলোমেলো চুলগুলোকে। খুঁজেছে সেই দুষ্টু চোখের মিষ্টি হাসিকে। শহরের অলিগলিতে ছড়িয়ে এমন কতই না প্রেমের গাথা। যা মনের কোনে নস্টালজিয়া হিসেবে রয়ে গিয়েছে আজও। সেই নস্টালজিয়াকেই পর্দায় ফিরিয়ে আনলেন পরিচালক অক্ষয় রায়। যশরাজ ব্যানারেই বহুদিন বাদে বিন্দু হিসেব পর্দায় ফিরছেন পরিণীতি চোপড়া। সঙ্গী আয়ুষ্মান খুরানা। দেখুন বলিউডের এই নতুন রিল লাইফ কাপলের প্রথম ঝলক।

Advertisement

[ধর্ষণ কি শুধুই একটা শব্দ ‘মাত্র’? প্রশ্ন রবীনার]

[বছর ঘুরলেও ঘুরে দাঁড়াতে পারল না ‘অভিশপ্ত’ বিবেকানন্দ উড়ালপুল]

শুধু অভিনয় নয় এই ছবিতে গানও গেয়েছেন পরিণীতি। শাস্ত্রীয়সঙ্গীতে পারদর্শী হওয়া সত্ত্বেও এই প্রথম কোনও বলিউড ছবিতে গান গাইলেন অভিনেত্রী। টিজারের আগেই দর্শকদের সামনে এসেছে সেই গান। ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষ শুনে নিয়েছেন পরিণীর কণ্ঠ। তবে টিজারের অনেকটা জুড়েই রয়েছেন আয়ুষ্মান। আর তাঁর কল্পনায় না পাওয়া প্রেমের প্রতীক হিসেবে ‘বিন্দু’। সেই উচ্ছ্বল প্রেমিকা যা প্রত্যেক পুরুষের জীবনে স্বপ্ন হিসেবেই থেকে যায়। রেখে যায় একরাশ স্মৃতি। তবে প্রেমের এই স্মৃতিতে উঠে এসেছে শহর কলকাতার অলিগলিও। যা বাড়তি মাত্রা যোগ করেছে যশরাজের এই নতুন ছবিতে।

[ক্ষুদ্র সঞ্চয়ে কমল সুদের হার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement