সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারবার শিরোনামে উঠে এসেছে শ্লীলতাহানি, ধর্ষণের মতো অনভিপ্রেত ঘটনা৷ বিকৃতকামীদের হাত থেকে রেহাই পাচ্ছেন না দুধের শিশু থেকে বৃদ্ধা কেউই৷ এবার ধর্ষণের শিকার হলেন বছর পঁয়ষট্টির এক মহিলাও৷ ঘটনাস্থল চেন্নাই৷ অভিযোগের তির এক নাবালক এবং তার দুই বন্ধুর বিরুদ্ধে৷ বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় এখনও পর্যন্ত নাবালককে গ্রেপ্তার করেছে পুলিশ৷
[হোলি বাম্পার, মাত্র ৮৯৯ টাকায় বিমানযাত্রার সুযোগ দিচ্ছে ইন্ডিগো]
চেন্নাইয়ের বাসিন্দা বছর পঁয়ষট্টির ওই মহিলা বাড়িতে একাই থাকতেন৷ অর্থ উপার্জনে ওই এলাকায় বাড়ি বাড়ি ঘুরে পরিচারিকার কাজ করতেন তিনি৷ অন্যান্য দিনের মতো সোমবার রাতে ওই মহিলা বাড়িতে একাই ছিলেন৷ গভীর রাতে ঘুমের ঘোরে তিনি দরজায় ধাক্কা দেওয়ার শব্দ পান৷ কারও কোনও বিপদ হয়েছে, এই ভেবে দরজা খুলে দেন বৃদ্ধা৷ দরজা খুলে এক নাবালককে দেখতে পান বৃদ্ধা৷ অভিযোগ, কিছু বুঝে ওঠার আগেই ওই নাবালক বৃদ্ধার গায়ের উপর লাফিয়ে পড়ে৷ ধর্ষণ করা হয় তাঁকে৷ এরপর ওই নাবালকের আরও দুই বন্ধু বৃদ্ধাকে ধর্ষণ করে বলেও অভিযোগ৷ বৃদ্ধার চিৎকার শুনতে পেয়ে বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছান প্রতিবেশীরা৷ যদিও ততক্ষণে ঘটনাস্থল ছেড়ে চম্পট দিয়েছে ওই নাবালক-সহ তিনজন৷ মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করেন প্রতিবেশীরা৷ চিকিৎসকেরা জানিয়েছেন, মানসিকভাবে ভেঙে পড়েছেন নির্যাতিতা৷ এমকেবি নগর থানায় অভিযোগও দায়ের করা হয়েছে৷ ইতিমধ্যেই নির্যাতিতার গোপন জবানবন্দি নিয়েছে পুলিশ৷ তাঁর বয়ানের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার অভিযুক্ত নাবালককে গ্রেপ্তার করেছে৷ তবে বাকি দু’জনের খোঁজ মেলেনি৷ ধৃতকে জেরা করেই বাকিদের খোঁজ পাওয়া যাবে বলেই অনুমান তদন্তকারীদের৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মদ্যপ অবস্থায় নাবালক-সহ তিনজন এই কাণ্ড ঘটিয়েছে৷
[‘ইতিহাস বদলাতে পারব না, আমরা বর্তমান নিয়ে চিন্তিত’, অযোধ্যা মামলায় মন্তব্য সুপ্রিম কোর্টের]
এর পাশাপাশি গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে নাগপুরেও৷ বন্ধুত্ব পাতিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে চারজনের বিরুদ্ধে৷ অভিযুক্তরা প্রত্যেকেই বেসরকারি বাসের কন্ডাক্টর৷ ইতিমধ্যেই চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তদন্তকারীদের দাবি, প্রথমে অস্বীকার করলেও, একটানা পুলিশি জেরায় ধর্ষণের কথা স্বীকার করে নিয়েছে তারা৷
The post মত্ত অবস্থায় ৬৫ বছরের বৃদ্ধাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার নাবালক appeared first on Sangbad Pratidin.