লাল পেড়ে সাদা শাড়ি, খোলা চুলে 'বঙ্গতনয়া' মনু ভাকের, ঘুরে দেখলেন শ্রীভূমির মণ্ডপ
Tap to expand
দুর্গাপুজোর কলকাতায় অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ভাকের। ঘুরে দেখলেন কলকাতার জনপ্রিয় এক পুজোর মণ্ডপ।
Tap to expand
শনিবার বিকেলে পদক জয়ী শুটার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে আসেন। সঙ্গে ছিলেন মন্ত্রী সুজিত বসু। এই প্রথম কলকাতার দুর্গাপুজো দেখলেন মনু।
Tap to expand
একেবারে বাঙালির পুজোর বেশে সেজেছিলেন মনু। পরনে ছিল লাল পাড় সাদা শাড়ি। তাও আবার আটপৌঢ়ে কায়দায়।
Tap to expand
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাড়ে ৭ গ্রাম ওজনের বিশ্ব বাংলা পেনডেন্ট চেন-সহ উপহার পাঠিয়ে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর মাধ্যমে মনুকে শুভেচ্ছা জানিয়েছেন।
Tap to expand
সুজিত বোসও গোল্ড প্লেটেড রুপোর বন্দুকের স্মারক উপহার দেন প্যারিস অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জজয়ী মনুকে।
Tap to expand
স্মারকের সঙ্গে ছিল রসগোল্লার হাঁড়িও। যা দেখে মনুর মুখে চওড়া হাসি দেখা দেয়।
Tap to expand
মনুর কথায়. "এই প্রথম শাড়ি পরে এখানে এসে ঠাকুর দেখলাম। বাংলা বেশি বুঝি না।"
Tap to expand
তবে অলিম্পিকে সোনাজয় আর রসগোল্লার কথা তিনি ভালোই বুঝেছেন বলে জানালেন মনু ভাকের।
Published By: Paramita PaulPosted: 07:54 PM Oct 05, 2024Updated: 07:54 PM Oct 05, 2024