Advertisement
লাল পেড়ে সাদা শাড়ি, খোলা চুলে 'বঙ্গতনয়া' মনু ভাকের, ঘুরে দেখলেন শ্রীভূমির মণ্ডপ
দুর্গাপুজোর কলকাতায় অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ভাকের। ঘুরে দেখলেন কলকাতার জনপ্রিয় এক পুজোর মণ্ডপ।
শনিবার বিকেলে পদক জয়ী শুটার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে আসেন। সঙ্গে ছিলেন মন্ত্রী সুজিত বসু। এই প্রথম কলকাতার দুর্গাপুজো দেখলেন মনু।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাড়ে ৭ গ্রাম ওজনের বিশ্ব বাংলা পেনডেন্ট চেন-সহ উপহার পাঠিয়ে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর মাধ্যমে মনুকে শুভেচ্ছা জানিয়েছেন।
Published By: Paramita PaulPosted: 07:54 PM Oct 05, 2024Updated: 07:54 PM Oct 05, 2024
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ