নন্দিতা রায়, নয়াদিল্লি: "প্রযুক্তির ব্যবহার হোক সমাজের সবচেয়ে নিচুতলার মানুষটির কল্যাণে। এই বিষয়ে সংসদে আলোচনা হওয়া উচিত। এইসঙ্গে উপযুক্ত পরিকল্পনা রূপায়ণ জরুরি।" দিল্লিতে দশম কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (CPA) ইন্ডিয়া রিজিয়ন সম্মেলনে অংশ নিয়ে বললেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তিনি আরও বলেন, ভারতের সংবিধান হল অন্তর্ভুক্তিমূলক শাসনের চেতনার সবচেয়ে শক্তিশালী উদাহরণ।
সোমবার দশম কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন ইন্ডিয়া রিজিয়ন সম্মেলনে সভাপতিত্ব করেন ওম বিড়লা(Om Birla)। এই সম্মেলনে অংশ নেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান শ্রী হরিবংশ এবং রাজ্যসভার প্রিসাইডিং অফিসারও। নিজের বক্তব্যে ওম বিড়লা বলেন, সংসদের আইনসভাগুলির কার্যকারিতা উন্নত হবে প্রযুক্তির ব্যবহারে। এর পরেই তিনি বলেন, "প্রযুক্তির ব্যবহার হোক সমাজের সবচেয়ে নিচুতলার মানুষটির কল্যাণে। এই বিষয়ে সংসদে নিয়মিত আলোচনা হওয়া উচিত। এইসঙ্গে উপযুক্ত পরিকল্পনা রূপায়ণও জরুরি।"
লোকসভার স্পিকার আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে যখন প্রযুক্তি ও যোগাযোগের মাধ্যম মানুষের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে উঠেছে, তখন জনপ্রতিনিধিদের উচিত সংসদের শক্তির মাধ্যমে জনগণের ক্রমবর্ধমান প্রত্যাশা পূরণের উপায় খুঁজে বের করা। লোকসভা স্পিকার নির্বাহী সংস্থাগুলির জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে প্রশাসনকে আরও দায়িত্বশীল এবং দক্ষ করে তোলার জন্য আইন পরিষদের প্রতি আহ্বান জানান। ওম বিড়লা দাবি করেন, ভারতের সংসদে পাশ হওয়া ঐতিহাসিক আইনগুলি উন্নয়নের গতি বাড়িয়েছে এবং ভারতের সামগ্রিক অগ্রগতিকে তরান্বিত করেছে।