shono
Advertisement

কোন লক্ষণ দেখে বুঝবেন আপনিও মানসিক অবসাদে ভুগছেন?

আপনি সেই ১ জন নন তো? ক্লিক করে মিলিয়ে দেখুন তো এই ১০টি লক্ষণ৷ The post কোন লক্ষণ দেখে বুঝবেন আপনিও মানসিক অবসাদে ভুগছেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 06:37 PM Jan 30, 2017Updated: 01:07 PM Jan 30, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের গতি বেড়েছে৷ এতটাই যে তাল সামলাতে হিমশিম খাচ্ছে মানুষ৷ বিনাযুদ্ধে কেউ কাউকে সূচাগ্র মেদিনী ছাড়বে না৷ সকলকেই আগে যেতে হবে৷ এগিয়ে যেতে হবে৷ আরও আগে, সকলের আগে৷ কিন্তু মানুষের এই ইঁদুর দৌঁড়ে পিছিয়ে পড়ছে জীবন৷ বাঁচার আনন্দটুকুও হারিয়ে যাচ্ছে৷ ফল? প্রতি ২০ জন ভারতবাসীর মধ্যে একজন আক্রান্ত মানসিক অবসাদে৷ সাম্প্রতিককালে দেশের একাধিক স্বাস্থ্য সংস্থার সমীক্ষায় সামনে এসেছে এই তথ্য৷

Advertisement

রোগ সারবে চুম্বনেই, দাবি গবেষকদের

সমীক্ষায় জানা গিয়েছে, ২০১৫ সালে দেশের ৩.৩৫ কোটি মানসিক অবসাদে আক্রান্ত মানুষকে পেসক্রিপশনে অ্যান্টি-ডিপ্রেশন বড়ি লিখে দিয়েছেন চিকিৎসকরা৷ ২০১৬ সালে সেই সংখ্যা বেড়ে হয়েছে ৩.৪৬ কোটি৷ বিশেষজ্ঞদের মতে, এখনও ভারতের মতো দেশে মনোবিদের কাছে যাওয়া মানেই ‘পাগলামির চিকিৎসা’ হিসেবে ধরা হয়৷ তাই এমন আরও অনেক মানুষই রয়েছেন, যাঁরা মানসিক অবসাদের ফাঁদে আটকে রয়েছেন৷ কিন্তু বাইরে প্রকাশ করতে পারছেন না৷

এই জাপানি উপায়েই চাঙ্গা থাকবে আপনার শরীর

সাধারণত যে লক্ষণগুলি মনোবিদরা মানসিক অবসাদের চিহ্ন বলে ধরেন সেগুলি হল –

  • ঘন ঘন মুড সুইং৷ যেমন – জেদ, বিষণ্ণতা, হঠাৎ করে উদ্বিগ্ন হয়ে পড়া ইত্যাদি৷
  • খুব সহজেই হতাশ হয়ে পড়া৷
  •  জীবনকে অর্থহীন মনে হওয়া৷ ছোট ছোট বিষয় নিয়ে অপরাধবোধে ভোগা৷
  •  কোনও আনন্দের বিষয় থেকে নিজেকে দূরে রাখা৷ তা যৌনতায় অনীহাও হতে পারে৷
  • রাগ, দুঃখ, অভিমানকে নিজের ভিতরে আটকে রাখা, তা প্রকাশ হতে না দেওয়া৷
  • অনিদ্রার ফলেও মানসিক অবসাদ হতে পারে৷
  • সিদ্ধান্ত না নিতে পারার অক্ষমতা৷
  • খুব সহজেই কোনও বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলা৷
  • নিজের ছোট-বড় ইচ্ছে গুলিকে প্রাধান্য দিতে না পারা৷

এবং

  • মৃত্যু নিয়ে খুব বেশি ভাবনা-চিন্তা করা৷

গাড়ি চড়লেই বমির ভয়! এই টোটকা মানলেই মিলবে মুক্তি

The post কোন লক্ষণ দেখে বুঝবেন আপনিও মানসিক অবসাদে ভুগছেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement