shono
Advertisement

Breaking News

Onion price

কেজি প্রতি ৮৫ টাকা! উর্ধ্বমুখী পিঁয়াজের দামেই কি লুকিয়ে মহারাষ্ট্রে ভোট পাওয়ার কৌশল?

গত চার দিনে অন্তত ২০ শতাংশ বেড়েছে পিঁয়াজের দাম। সোমবার কলকাতায় এক কেজি পিঁয়াজের দাম ৮৫ টাকা। মুম্বই-দিল্লির মতো শহরগুলোতেও মধ্যবিত্তের চোখে জল এনে পিঁয়াজের দাম ৮০ ছুঁয়ে ফেলেছে।
Published By: Anwesha AdhikaryPosted: 09:44 AM Nov 11, 2024Updated: 09:52 AM Nov 11, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবে শেষ হয়েছে উৎসবের মরশুম। তার পরেই গৃহস্থের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে পিঁয়াজ। গত চার দিনে অন্তত ২০ শতাংশ বেড়েছে পিঁয়াজের দাম। সোমবার কলকাতায় এক কেজি পিঁয়াজের দাম ৮৫ টাকা। মুম্বই-দিল্লির মতো শহরগুলোতেও মধ্যবিত্তের চোখে জল এনে পিঁয়াজের দাম ৮০ ছুঁয়ে ফেলেছে।

Advertisement

দিনকয়েক আগেও কলকাতা-সহ দেশের একাধিক শহরে প্রতি কেজি পিঁয়াজের দাম ঘোরাফেরা করছিল ৪০ থেকে ৬০ টাকার মধ্যে। কিন্তু গত তিন-চারদিনে লাফিয়ে বেড়েছে পিঁয়াজের দাম। দিল্লি এবং মুম্বইয়ে প্রতি কেজি পিঁয়াজ বিক্রি হচ্ছে যথাক্রমে ৭০ এবং ৮০ টাকা দরে। কলকাতায় এক কেজি পেঁয়াজের দাম ৮৫ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমজনতার প্রশ্ন, এবার কি তাহলে সেঞ্চুরি হাঁকাবে পিঁয়াজের দাম? আকাশছোঁয়া দাম দিয়েও নিত্যপ্রয়োজনীয় পিঁয়াজ কিনতে বাধ্য হচ্ছেন তাঁরা।

প্রশ্ন উঠছে, শীতের দোরগোড়ায় এসে কেন আচমকা এইভাবে বেড়ে চলেছে পিঁয়াজের দাম? নেপথ্যে রাজনীতির গন্ধ পাচ্ছেন অনেকে। গত লোকসভা নির্বাচনে পিঁয়াজচাষিদের ভোটের বড় অংশই যায়নি বিজেপির ঝুলিতে। পিঁয়াজ চাষের জন্য বিখ্যাত এলাকাগুলো থেকে বহু জেতা আসন গেরুয়া শিবিরের হাতছাড়া হয়েছে। এহেন পরিস্থিতিতে আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। বিশ্লেষকদের একাংশের মতে, পিঁয়াজের দাম বাড়িয়ে কৃষকদের মন জিততে চাইছে সেরাজ্যের মহা জুটি সরকার। তার জেরেই বাজারে অগ্নিমূল্য হয়ে উঠেছে পিঁয়াজ।

আমজনতার ভোগান্তি বাড়লেও দাম বাড়ায় হাসি ফুটেছে মহারাষ্ট্রের কৃষকদের মুখে। গত শুক্রবার নাসিকে প্রচার করতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, "পিঁয়াজ চাষের জন্য নাসিক খুবই গুরুত্বপূর্ণ। এখানকার চাষিদের জন্য পিঁয়াজ রপ্তানির নীতিতে অনেক বদল এনেছে কেন্দ্র।" সেই সময় থেকেই ধীরে ধীরে বেড়েছে পিঁয়াজের দাম। নাসিকের চাষিদের মতে, প্রতি কুইন্টাল পিঁয়াজে ৬ হাজার টাকা লাভ করছেন তাঁরা। নতুন ফসল ওঠা না পর্যন্ত অগ্নিমূল্য থাকবে পিঁয়াজ, এমনটাই মত তাঁদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিল্লি এবং মুম্বইয়ে প্রতি কেজি পিঁয়াজ বিক্রি হচ্ছে যথাক্রমে ৭০ এবং ৮০ টাকা দরে। কলকাতায় এক কেজি পেঁয়াজের দাম ৮৫ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে।
  • বিশ্লেষকদের একাংশের মতে, পিঁয়াজের দাম বাড়িয়ে কৃষকদের মন জিততে চাইছে সেরাজ্যের মহা জুটি সরকার।
  • নাসিকের চাষিদের মতে, প্রতি কুইন্টাল পিঁয়াজে ৬ হাজার টাকা লাভ করছেন তাঁরা। নতুন ফসল ওঠা না পর্যন্ত অগ্নিমূল্য থাকবে পিঁয়াজ, এমনটাই মত তাঁদের।
Advertisement