shono
Advertisement

‘জাতীয়তাবাদ শব্দটিকে শুধু ভারতেই খারাপ ভাবা হয়, অন্য কোথাও নয়’

চাঁচাছোলা ভাষায় নিজের মত জানালেন অরুণ জেটলি৷ The post ‘জাতীয়তাবাদ শব্দটিকে শুধু ভারতেই খারাপ ভাবা হয়, অন্য কোথাও নয়’ appeared first on Sangbad Pratidin.
Posted: 05:51 PM Mar 02, 2017Updated: 01:27 PM Mar 02, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু ভারতেই জাতীয়তাবাদকে খারাপ শব্দ হিসেবে গণ্য করা হয়৷ বিশ্বের অন্য আর কোথাও এমনটা ভাবা হয় না৷ দিল্লি বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্কের মধ্যে এভাবেই নিজের মত জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷

Advertisement

হাবিজাবি লেখা নোট নিতে ব্যাঙ্কের আপত্তি? এই নিয়ম জেনে রাখুন

সাম্প্রতিক অতীতে বারবারই জাতীয়তাবাদ নিয়ে উত্তাল হয়েছে দেশ৷ কখনও মাথাচাড়া দিয়েছে অসহিষ্ণুতা৷ বলা হয়েছে, যে কোনও বিষয়ে মত প্রকাশ বা বাকস্বাধীনতার অভ্যাস জারি রাখার ক্ষেত্রে দেশ ক্রমশ অসহিষ্ণু হয়ে পড়েছে৷ তার প্রেক্ষিতেই নাড়া পড়েছে জাতীয়তাবাদের ধারণাতেও৷ দেশকে ভালবাসা অনৈতিক কিছু নয়৷ কিন্তু উগ্র জাতীয়তাবাদ কখনও গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলেও রব উঠেছে৷ এরকম অভিযোগও উঠেছে৷ তা নিয়ে আগেও বিতর্ক হয়েছে৷ সম্প্রতি আবার তা উসকে দিয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের কাজকর্ম৷ ফলে আবার অসহিষ্ণুতা, জাতীয়তাবাদ শব্দগুলি নিয়ে নাড়াচাড়া পড়েছে৷ সে প্রসঙ্গেই চাঁচাছোলা ভাষায় নিজের মত জানালেন অরুণ জেটলি৷ তাঁর সাফ কথা, জাতীয়বাদ শব্দটিকে শুধু ভারতেই খারাপ শব্দ হিসেবে দেখা হয়৷ বিশ্বের অন্য কোথাও আর এমনটা দেখা যায় না৷ বাকি সব দেশেই সদর্থকভাবেই দেখা হয়৷ স্পষ্ট করেই জাতীয়তাবাদের পক্ষেই মত দিয়েছেন তিনি৷

একজোট ৩ আইআইটি, চালকহীন গাড়ি চলবে ভারতের রাস্তাতেও

জাতীয়তাবাদের কথা বলে অনেকেই বিরূপ সমালোচনার মুখে পড়েন৷ তাঁদের সমর্থনেই এদিন বারাণসীতে এক সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন অর্থমন্ত্রী৷ সেইসঙ্গে বিরোধী দলগুলিকেও একহাত নিয়েছেন তিনি৷ জানিয়েছেন, নোট বাতিল নিয়ে বিরোধীরা ক্রমাগত ভুল কথা প্রচার করে চলেছেন৷ জিডিপি-র তথ্য সামনে রেখেই সমস্ত অভিযোগ উড়িয়ে দেন তিনি৷

The post ‘জাতীয়তাবাদ শব্দটিকে শুধু ভারতেই খারাপ ভাবা হয়, অন্য কোথাও নয়’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement