shono
Advertisement

Breaking News

বিনা পয়সায় ৪০ অপারেশন, শহরে এই প্রথম অস্ত্রোপচার মেলা

কবে, কোথায় হবে এই মেলা?
Posted: 11:56 AM Jul 02, 2023Updated: 12:01 PM Jul 02, 2023

অভিরূপ দাস: এই প্রথম, এক ছাদের তলায় বাংলার তাবড় শল্য চিকিৎসকরা! আধুনিক যন্ত্রপাতি দিয়ে করবেন অপারেশন। একটা-দুটো নয়, চল্লিশটা। সম্পূর্ণ বিনামূল্যে।
এম আর বাঙুর হাসপাতালের (M R Bangur Hospital) সার্জারি বিভাগ আয়োজন করেছে বিনামূল্যে ল্যাপরোস্কোপি গলব্লাডার অপারেশন ক্যাম্পের। যেখানে অস্ত্রোপচার করতে হাজির থাকবেন, ডা. বিশ্বরূপ বোস, ডা.ওম তাঁতিয়া, ডা. দীপ্তেন্দ্র সরকার, ডা. তমোনাশ চৌধুরির মতো খ্যাতনামারা। অর্থাৎ সরকারি তো বটেই বেসরকারি হাসপাতালের দিকপালরাও থাকছেন অভিনব ক্যাম্পে।

Advertisement

এম আর বাঙুর হাসপাতালের অভিনব এই প্রচেষ্টার সঙ্গে যৌথভাবে রয়েছে, অ্যাসোসিয়েশন অফ মিনিমাল এক্সেস সার্জনস অফ ইন্ডিয়া (ইস্ট জোন চ্যাপ্টার) এবং ওয়েস্টবেঙ্গল চ্যাপ্টার অফ অ্যাসোসিয়েশন অফ সার্জনস অফ ইন্ডিয়া। সরকারি হাসপাতালে ২ টাকায় অস্ত্রোপচার হলেও, বিনামূল্যে অস্ত্রোপচার করতে বাংলার সেরা সার্জনদের এক জোট হওয়ার ঘটনা এই প্রথম। এই মুহূর্তে গলব্লাডার স্টোন ঘরে ঘরে। খাদ্যাভ্যাস তো বটেই হঠাৎ ওজন বেশি বাড়লে বা কমলে পিত্তথলির উপর চাপ পড়েও গলব্লাডারে পাথর জমে। অনেক দরিদ্র পরিবারে গল ব্লাডারে পাথর থাকলেও খরচের ভয়ে অস্ত্রোপচার করাচ্ছেন না।

[আরও পড়ুন: ৩ মাসেই আর্থিক দুর্নীতি! উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে তদন্তের নির্দেশ রাজ্যপালের]

এম আর বাঙুর হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. মাখনলাল সাহা জানিয়েছেন, বাংলার সেরা শল্য চিকিৎসকদের নিয়ে বিনামূল্যে গলব্লাডার অপারেশন ক্যাম্প শহরে প্রথম। আগামী ১১ এবং ১২ জুলাই এই ক্যাম্প বসবে এম আর বাঙুর হাসপাতালে। এই মুহূর্তে গলব্লাডার স্টোন অস্ত্রোপচারে আধুনিক পদ্ধতি ল্যাপারোস্কপিক সার্জারি।

যেখানে একটা ছোট্ট ক্যামেরাকে নাভির পাশে ফুটো করে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর তিনটে ছোট ফুটো করে পেটের মধ্যে প্রবেশ করানো হয় সার্জিক্যাল সরঞ্জাম। কিছুক্ষণের মধ্যে গলব্লাডারকে লিভার থেকে ছিন্ন করে, পিত্তনালী ও রক্তনালীর সংযোগ কেটে দেওয়ার পর নাভির ফুটো দিয়ে এটাকে বের করে আনেন দক্ষ চিকিৎসক। এই পদ্ধতিতেই অপারেশন করবেন চিকিৎসকরা। যাঁরা অস্ত্রোপচার করাতে ইচ্ছুক তাঁদের অবশ্যই এম আর বাঙুর হাসপাতালে এসে নিজের নাম নথিভুক্ত করতে হবে। ডা. মাখনলাল সাহার কথায়, আগামী ৪ এবং ৮ জুলাই হাসপাতালের সার্জারি বিভাগের ওপিডিতে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন গলব্লাডার স্টোনের রোগীরা। এই অস্ত্রোপচার ক্যাম্পে অপারেশন করতে ১ টাকাও লাগবে না।

[আরও পড়ুন: ‘আরে ও নন্দলাল…’, মূল্যবৃদ্ধি নিয়ে মমতার সুরেই তাঁকে বিঁধলেন শুভেন্দু, পালটা তৃণমূলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement