সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজেট অধিবেশনের আগে প্রথামাফিক সর্বদল বৈঠকেও বিরোধীদের তোপের মুখে পড়ল কেন্দ্র। নিট বিতর্ক থেকে শুরু করে বিহারের বিশেষ মর্যাদার দাবি, কানোয়ার যাত্রায় দোকানের নাম নিয়ে বিতর্ক- বাজেটের আগে সমস্ত ইস্যু তুলে ধরে কেন্দ্রকে বিঁধেছেন বিরোধীরা। আগামী মঙ্গলবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই অধিবেশন আবারও উত্তপ্ত হবে শাসক-বিরোধী তরজায়, এমনটাই অনুমান বিশ্লেষকদের।
বাজেট অধিবেশনের (Budget Session) আগে রবিবার সর্বদল বৈঠক ডাকে কেন্দ্র। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে শুরু হয় সর্বদল বৈঠক। সেখানে কংগ্রেসের (Congress) তরফে হাজির ছিলেন সাংসদ কে সুরেশ, গৌরব গগৈ, জয়রাম রমেশ এবং প্রমোদ তিওয়ারি। আপের সঞ্জয় সিং এবং ওয়াই এস আর কংগ্রেসের ভিভি রেড্ডি, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব ছিলেন বৈঠকে। এছাড়াও বিজেপি (BJP) সভাপতি জেপি নাড্ডা, এলজেপি (আরভি) থেকে চিরাগ পাসওয়ানকেও বৈঠকে দেখা যায়।
[আরও পড়ুন: বিধানসভা নির্বাচন ঘোষণার আগে লাগাতার জঙ্গি হামলা, সন্ত্রাসদমনে কাশ্মীরে এবার PSF কমান্ডো]
বৈঠকের শুরু থেকেই একাধিক বিষয়ে কেন্দ্রকে তোপ দাগেন বিরোধী সাংসদরা। নিট পরীক্ষায় কারচুপি, ইডি-সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার নিয়ে সুর চড়ান গৌরব গগৈ। কানোয়ার যাত্রায় দোকানের মালিকের নাম সাইনবোর্ডে লেখার নির্দেশিকার বিরোধিতা করে রামগোপাল যাদব মুখ খোলেন এই বৈঠকে। জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে লেখেন, "বিহারের জন্য বিশেষ মর্যাদা চেয়েছে জেডিইউ। ওয়াইএসআর কংগ্রেস চেয়েছে অন্ধ্রপ্রদেশের জন্য। কিন্তু এনডিএ শরিক টিডিপি এই নিয়ে কিছুই বলেনি বৈঠকে।"
সর্বদল বৈঠকের পরে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বিরোধীদের কাছে আর্জি জানান, সংসদের দুই কক্ষে যেন সুষ্ঠুভাবে সমস্ত কার্যপ্রণালী চলতে পারে। কিন্তু কংগ্রেস সাংসদ গগৈ সাফ জানিয়ে দেন, এই বিষয়গুলো নিয়ে সংসদে বিরোধীদের বলতে দিতে হবে। সর্বদল বৈঠকের পরে বিশ্লেষকদের অনুমান, বাজেট অধিবেশনেও কেন্দ্রকে জোরদার আক্রমণ করবে বিরোধীরা। উত্তাল হবে সংসদ।