shono
Advertisement

তাঁকে খোঁটা দেওয়ার জেরেই বিভ্রান্তি অস্কারে, দাবি ট্রাম্পের

এমনকী এবারের অস্কারের জৌলুস যে প্রত্যাশা ছুঁতে পারেনি, তাও সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷ The post তাঁকে খোঁটা দেওয়ার জেরেই বিভ্রান্তি অস্কারে, দাবি ট্রাম্পের appeared first on Sangbad Pratidin.
Posted: 01:01 PM Feb 28, 2017Updated: 07:31 AM Feb 28, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেরা ছবির নাম ঘোষণা হয়ে গিয়েছে৷ উচ্ছ্বাস কলাকুশলীদের মধ্যে৷ ঠিক তখনই নজরে পড়ে বিভ্রান্তি৷ সম্ভবত অস্কারের ইতিহাসে সবথেকে বড় গণ্ডগোল৷ জানা গেল উধোর পিণ্ডি বুধোর ঘাড়ে চেপে গিয়েছে৷ আর তাই যা ঘোষণা হয়েছে তা ভুল৷ ‘লা লা ল্যান্ড’ নয়, সেরা ছবি হবে ‘মুনলাইট’৷ এ বিভ্রান্তির কারণ খুঁজতে শশব্যস্ত আয়োজকরা৷ কিন্তু ব্যাপারটা জলের মতোই স্পষ্ট মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে৷ জানালেন, তাঁকে নিয়ে বিদ্রূপ করতে গিয়েই ভুল হয়েছে অস্কারের মঞ্চে৷

Advertisement

ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদ অস্কারের মঞ্চেও

অস্কারের আসরে এতবড় ভুল এর আগে হয়েছে কিনা তা নিয়ে ধন্দ আছে৷ তবে তার সঙ্গে ট্রাম্প যেভাবে নিজেকে জড়িয়ে নিলেন তা নজিরবিহীন৷ সিনেমার সঙ্গে সম্পর্কিত না হলেও অস্কারের মঞ্চে চলে এসেছিলেন ট্রাম্প৷ সৌজন্যে ইরানের পরিচালক আসগার ফারহাদি৷ তখতে বসেই ইরান-সহ সাত দেশের মুসলিম অধিবাসীদের আমেরিকায় পা রাখার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন ট্রাম্প৷ তার প্রতিবাদে অস্কার বয়কট করেন ইরানি পরিচালক৷ বদলে মঞ্চে পড়া হয় তাঁর বিবৃতি৷ এখানেই শেষ নয় অনুষ্ঠানের ফাঁকে নানা সময়ে এসেছে ট্রাম্পের প্রসঙ্গ৷ মজার মোড়কে ছায়া ফেলেছে রাজনীতিও৷ আর এসবের দিকেই আঙুল তুললেন প্রেসিডেন্ট৷ জানালেন, রাজনীতি নিয়ে মজা করতে এত ব্যস্ত ছিল যে নিজেদের কাজের দিকেই মন দিতে পারেননি আয়োজকরা৷ তাঁকে নিয়ে ঠাট্টা করায় বেশি জোর দিতে গিয়েই এই বিপত্তি বলেও অভিমত তাঁর৷ এমনকী এবারের অস্কারের জৌলুস যে প্রত্যাশা ছুঁতে পারেনি, তাও সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট৷

মুসলিম হওয়া কোনও অপরাধ নয়, দেখিয়ে দিলেন অস্কারজয়ী মাহেরশালা

The post তাঁকে খোঁটা দেওয়ার জেরেই বিভ্রান্তি অস্কারে, দাবি ট্রাম্পের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement