সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিডে গ্র্যান্ড সুইসে বড়সড় ধাক্কা ভারতীয় দাবাড়ু ডি গুকেশের। পঞ্চম রাউন্ডে আচমকা ভারতীয় দাবাড়ু হেরে গেলেন অভিমন্যু মিশ্রর কাছে। নাম ভারতীয় হলেও, আসলে সে আমেরিকার দাবাড়ু। আর গুকেশকে হারিয়ে বিশ্বরেকর্ড গড়ল ১৬ বছরের দাবাড়ু।
গতবছর সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন ডি গুকেশ। তারপর থেকে দাবার বোর্ডে তাঁর সময়টা ভালো-মন্দে কেটেছে। আর অভিমন্যুর কাছে হার ১৯ বছর বয়সি দাবাড়ুর কাছে বড় ধাক্কা। অভিমন্যুই সর্বকনিষ্ঠ দাবাড়ু যে কি না, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নকে হারাল। ঘটনা হল, অভিমন্যু বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার।
গুকেশ সমস্যায় পড়ে ১২তম চাল থেকে। ভারতীয় বংশোদ্ভূত অভিমন্যু গুকেশের বোড়ের 'ভুল' চালের সুযোগ নিতে ভুল করেনি। নিজের ঘুঁটি বিসর্জন দিয়ে জয়ের রাস্তা মসৃণ করে নেয় সে। গুকেশ আক্রমণাত্মক খেলে সামাল দেওয়ার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। ৬১ চালে ম্যাচ জিতে নেয় অভিমন্যু।
তবে কেরিয়ারের সম্ভবত সেরা ম্যাচ জিতেও অভিমন্যু সন্তুষ্ট নয়। সে বলছে, "আমি জিতলেও আগের ম্যাচের মতো ভালো খেলিনি। এই ম্যাচটা নির্ভুলভাবে জিততে পারিনি। তবে টুর্নামেন্ট যে এতটা ভালো কাটবে, তা আশা করিনি। যদি আমি এই ফর্মটা ধরে রাখতে পারি, তাহলে হয়তো টুর্নামেন্ট জিততে পারব। এর আগে আমি প্রজ্ঞানন্দের বিরুদ্ধে অনেকগুলো ভুল করেছি। কিন্তু গুকেশ বা প্রজ্ঞানন্দের মতো প্লেয়ারদের বিরুদ্ধে নামতে আমি কখনও ভয় পাইনি। আমার মতে, আমি ওদের সমানে-সমানে টক্কর দিতে পারি।"
তবে শুধু গুকেশ নন। ধাক্কা খেয়েছেন রমেশবাবু প্রজ্ঞানন্দও। ভারতীয় দাবাড়ু জার্মানির ম্যাথিয়াস ব্লুবাউমের কাছে হেরে গিয়েছেন।
