সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ার হকিতে অব্যাহত ভারতের দাপট। মাস খানেক আগেই অলিম্পিকে ব্রোঞ্জ জিতে ফিরেছিলেন হরমনপ্রীতরা। সেই ফর্মই দেখা যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Asian Champions Trophy)। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে অপরাজিত রইল ভারতীয় হকি দল। এর আগে চিন, জাপান ও মালয়েশিয়াকে হারিয়েছেন সুখজিৎরা।
এর আগের ম্যাচে মালয়েশিয়াকে ৮-১ গোলে হারিয়ে ছিল ভারত। এদিন দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে দিল ৩-১ গোলে। লিগ শীর্ষে থাকার পাশাপাশি সেমিফাইনালের জায়গা একেবারে পোক্ত করে নিলেন হরমনপ্রীতরা। এদিন প্রথম কোয়ার্টারের সাত মিনিটের মাথায় এগিয়ে যায় ভারত। দূরপাল্লার শটে নিমিষের মধ্যে গোল করে যান আড়াইজিৎ সিং মুন্ডল। দ্বিতীয় গোলটি এল মিনিট খানেকের মধ্যেই। এবার পেনাল্টি কর্নার থেকে গোল করলেন অধিনায়ক হরমনপ্রীত। মাঝে গোলের মধ্যে ছিলেন না তিনি। তবে মালয়েশিয়ার পর এবার কোরিয়ার বিরুদ্ধেও গোল পেলেন।
[আরও পড়ুন: ফের টেন হ্যাগের বিরুদ্ধে বিস্ফোরণ! ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে আমূল পরিবর্তনের দাবি রোনাল্ডোর]
হাফটাইমের ঠিক আগে এক গোলের ব্যবধান কমায় কোরিয়া। পেনাল্টি কর্নার থেকে গোল করেন ইয়াং জিহুন। একাধিক আক্রমণ তুলে আনলেও আর গোল করতে পারেনি ভারত। কিন্তু দক্ষিণ কোরিয়া একটি গোল করলেও চাপে পড়েনি তারা। তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে ফের আঘাত হরমনপ্রীতের। এবার পেনাল্টি কর্নার থেকে গোল করলেন ভারত অধিনায়ক। এই নিয়ে ভারতের জার্সিতে ২০০ গোল হয়ে গেল তাঁর। শেষ পর্যন্ত ৩-১ গোলে ম্যাচ জেতে ভারত।
[আরও পড়ুন: নতুন কীর্তির হাতছানি! শচীনের নজির ভেঙে কোন রেকর্ড গড়বেন কোহলি?]
এর আগে অপরাজিত ছিল দক্ষিণ কোরিয়াও। কিন্তু ভারতের সামনে তারা উড়ে গেল। এই নিয়ে ১৯টা গোলও হয়ে গেল ভারতের। সামনেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে লড়াই। তার আগে সেমিফাইনালে উঠে যাওয়ায় অনেক নিশ্চিন্ত মনে নামতে পারবেন হরমনপ্রীতরা।