shono
Advertisement
Finswimming Championship

টানা পাঁচবার জাতীয় শিরোপা জয়, ফিনসুইমিং চ্যাম্পিয়নশিপে ইতিহাস বাংলার সাঁতারুদের

৬১টি সোনা, ৫৯টি রুপো ও ৪৫টি ব্রোঞ্জ পদক-সহ বাংলা মোট ১৬৫টি পদক জিতেছে।
Published By: Arpan DasPosted: 03:09 PM Dec 23, 2025Updated: 05:47 PM Dec 23, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার মুকুটে নতুন পালক। এবার ফিনসুইমিংয়ে দেশের মধ্যে জয়পতাকা তুলে ধরলেন বাংলার সাঁতারুরা। ম্যাঙ্গালোরের ইয়েমেকেরায় অনুষ্ঠিত পঞ্চম জাতীয় ফিনসুইমিং চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ সেরার খেতাব জিতে পশ্চিমবঙ্গ ইতিহাস সৃষ্টি করেছে। এই জয় বাংলার টানা পঞ্চম জাতীয় চ্যাম্পিয়নশিপ জয়, যা ভারতীয় ফিনসুইমিং ইতিহাসে এক নতুন রেকর্ড।

Advertisement

বাংলা দল ৫৬৮ পয়েন্ট নিয়ে পদক তালিকার শীর্ষে শেষ করেছে। ৬১টি সোনা, ৫৯টি রুপো ও ৪৫টি ব্রোঞ্জ পদক-সহ মোট ১৬৫টি পদক জিতেছে। দ্বিতীয় স্থানে কর্নাটক ও তৃতীয় স্থানে উত্তরপ্রদেশ। দলের ঐতিহাসিক সাফল্যের পাশাপাশি, বেশ কয়েকজন সাঁতারু অসাধারণ ব্যক্তিগত পারফরম্যান্স করেছেন।

যেমন বাংলার রণিত দাস পুরুষদের বিভাগে ব্যক্তিগত নৈপুণ্যের ছাপ রেখেছেন। জুনিয়র 'সি' বিভাগে তিনি ৪টি স্বর্ণপদক জিতেছেন এবং বাংলার খাতায় ২০ পয়েন্ট জুড়েছেন। আবার সম্প্রিয়া কুণ্ডু জুনিয়র 'সি' মহিলা বিভাগে ৪টি স্বর্ণপদক জিতেছেন। আহেলি সাহা সিনিয়র 'এ' মহিলা বিভাগে ৪টি সোনা জিতেছেন।

এখানেই শেষ নয়। মাস্টার্স বিভাগে ঋতু ব্যানার্জি মাস্টার 'ভি০'-তে ৪টি সোনা জিতেছেন। সৃঞ্জন নাথ জুনিয়র 'ডি' বিভাগে ৩টি সোনা ও ১টি রুপো জিতেছেন। যেখানে জুনিয়র 'ই'-তে অংশুমান নাগের ঝুলিতে এসেছে ২টি স্বর্ণ এবং ২টি রৌপ্য পদক। এই চ্যাম্পিয়নশিপে বাংলার সাঁতারুরা সারফেস, বাই-ফিন, অ্যাপনিয়া এবং রিলে ইভেন্টে অসাধারণ পারফর্ম করেছেন। যা পশ্চিমবঙ্গের উন্নত পরিকাঠামো, কোচিং ও তৃণমূল স্তর ভিত্তিক ক্রীড়া উন্নয়নের বিভিন্ন কর্মসূচির প্রতিফলন বলে মনে করা হচ্ছে। আন্ডারওয়াটার স্পোর্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (USFI) এর কর্মকর্তারাও বাংলার ধারাবাহিকতার প্রশংসা করেছেন। টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়া যে ভারতীয় ফিনসুইমিংয়ের জন্য একটি নিজস্ব মাপকাঠি তৈরি করেছে, তাও বলা হচ্ছে।

স্পষ্টতই এই ঐতিহাসিক কৃতিত্বের মাধ্যমে, পশ্চিমবঙ্গ ভারতীয় ফিনসুইমিংয়ের অবিসংবাদিত পাওয়ারহাউস হিসাবে নিজেকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। আগামী বছরগুলোতেও যে সেই ধারাবাহিকতা বজায় রেখে একটা নিজস্ব ঐতিহ্য তৈরি করবে, তা মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলার মুকুটে নতুন পালক। এবার ফিনসুইমিংয়ে দেশের মধ্যে জয়পতাকা তুলে ধরলেন বাংলার সাঁতারুরা।
  • ম্যাঙ্গালোরের ইয়েমেকেরায় অনুষ্ঠিত পঞ্চম জাতীয় ফিনসুইমিং চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ সেরার খেতাব জিতে পশ্চিমবঙ্গ ইতিহাস সৃষ্টি করেছে।
  • এই জয় বাংলার টানা পঞ্চম জাতীয় চ্যাম্পিয়নশিপ জয়, যা ভারতীয় ফিনসুইমিং ইতিহাসে এক নতুন রেকর্ড।
Advertisement