shono
Advertisement

১৬ মে শুরু ডায়মন্ড লিগ, নীরজের নেতৃত্বে দোহায় আরও তিন ভারতীয় অ্যাথলিট

সব মিলিয়ে ভারতের চার অ্যাথলিট অংশ নিতে চলেছেন এই টুর্নামেন্টে।
Published By: Prasenjit DuttaPosted: 11:23 AM May 12, 2025Updated: 11:39 AM May 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৬ মে দোহায় শুরু হবে ডায়মন্ড লিগ। এই লিগে অংশগ্রহণের মাধ্যমেই নতুন মরশুম শুরু করতে চলেছেন নীরজ চোপড়া। প্রতিযোগিতায় নীরজের নেতৃত্বে আরও তিন ভারতীয় অ্যাথলিটকে দেখা যাবে। অর্থাৎ, সব মিলিয়ে ভারতের চার অ্যাথলিট অংশ নিতে চলেছেন এই ডায়মন্ড লিগে।

Advertisement

নীরজ চোপড়া ২০২৩ সালে ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন। ৮৮.৬৭ মিটার থ্রো করে তিনি সোনা জেতেন। ২০২৪ সালে ৮৮.৩৬ মিটার থ্রো করে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন নীরজ। এবার তাঁর সঙ্গে যোগ দেবেন কিশোর জেনাও। তিনি ২০২৪ সালে ডায়মন্ড লিগে অংশ নিলেও আহামরি ছিল না তাঁর পারফরম্যান্স। ৭৬.৩১ থ্রো করে পেয়েছিলেন নবম স্থান।

দোহায় এই ইভেন্টে তারকাদের চাঁদের হাটে থাকবেন দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন এবং প্যারিস অলিম্পিকের ব্রোঞ্জজয়ী গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স। অংশ নেবেন ২০২৪-এর বিজয়ী চেক প্রজাতন্ত্রের জ্যাকব ভাদলেচ, জার্মানির জুলিয়ান ওয়েবার এবং ম্যাক্স ডেহনিং, কেনিয়ার জুলিয়াস ইয়েগো, জাপানের রডারিক গেঙ্কি ডিনের মতো তারকারা।

নীরজের নেতৃত্বে নামতে চলা আরও ভারতীয় অ্যাথলিট হলেন গুলবীর সিং এবং পারুল চৌধুরী। গুলবীরের নামে রয়েছে জাতীয় রেকর্ড। পুরুষদের ৫০০০ মিটার রেস ইভেন্টে তিনি ডায়মন্ড লিগে অভিষেক ঘটাতে চলেছেন। অন্যদিকে, ৩০০০ মিটার স্টিপলচেজে অংশ নেবেন পারুল। তাঁর নামেও রয়েছে জাতীয় রেকর্ড। প্রসঙ্গত, দু’বারের অলিম্পিক পদকজয়ী নীরজ সম্প্রতি দক্ষিণ আফ্রিকার পচেস্ট্রুমে একটি আমন্ত্রণমূলক জ্যাভলিন ইভেন্টে নেমেছিলেন। এই ‘পচ ইনভিটেশনাল ট্র্যাক ইভেন্টে’ ছ’জন অ্যাথলিটকে পিছনে ফেলে সোনার পদক জিতে নেন নীরজ চোপড়া। ৮৪.৫২ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে তিনি শীর্ষস্থান দখল করেছিলেন। নিজের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার জন্য তাঁর কাছে এই জয় ছিল খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখার, ডায়মন্ড লিগে কতটা ধারাবাহিকতা বজায় রাখতে পারেন অলিম্পিক্স গেমসে দু'বারের পদকজয়ী নীরজ চোপড়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ১৬ মে দোহায় শুরু হবে ডায়মন্ড লিগ।
  • এই লিগে অংশগ্রহণের মাধ্যমেই নতুন মরশুম শুরু করতে চলেছেন নীরজ চোপড়া।
  • প্রতিযোগিতায় নীরজের নেতৃত্বে আরও তিন ভারতীয় অ্যাথলিটকে দেখা যাবে।
Advertisement