সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাবা বিশ্বকাপে ইতিহাস গড়েছেন মাত্র ১৯ বছর বয়সে। চ্যাম্পিয়ন হয়েই মা'কে জড়িয়ে ধরলেন ভারতের দিব্যা দেশমুখ। তারপরেই হাউহাউ করে কেঁদে ফেলেন বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন। ফাইনালের চাপ সামলে যেভাবে মাথা ঠাণ্ডা রেখেছেন দিব্যা, তাতে মোহিত তরুণী দাবাড়ুর কোচও। তবে পুরুষদের বিশ্বকাপ চ্যাম্পিয়নের তুলনায় অনেকটাই কম প্রাইজ মানি পাচ্ছেন ভারতের দিব্যা।
সোমবার FIDE মহিলা বিশ্বকাপ ফাইনালে ভারতেরই কোনেরু হাম্পির বিরুদ্ধে খেলেছেন দিব্যা। টাইব্রেকারে ২.৫-১.৫ স্কোরে ভারতীয় সতীর্থকে পরাজিত করেছেন তিনি। প্রথম র্যাপিড গেমে সাদা ঘুঁটি নিয়ে খেলেন দিব্যা। দু’জনেই আগ্রাসী মনোভাব নিয়ে খেলছিলেন। কিন্তু কেউই জেতার মতো জায়গায় না থেকে ড্রয়ের সিদ্ধান্ত নেন দু’জন। যদিও শেষমেশ চাপের মুখে নতি স্বীকার করতে হয় ৩৮ বছরের হাম্পিকে। ৩৪ চালের পর হাম্পিকে কিস্তিমাত করেন দিব্যা।
প্রথমবার দাবা বিশ্বকাপ জিতে আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি দিব্যা। আনন্দে কেঁদে ফেলেন তিনি। ছুট্টে গিয়ে মা'কে জড়িয়ে ধরেন। নতুন বিশ্বকাপ চ্যাম্পিয়নের এই আবেগঘন মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। এদিন বিশ্বকাপ জেতার পরেই চতুর্থ ভারতীয় মহিলা হিসাবে গ্র্যান্ডমাস্টার হয়েছেন দিব্যা। তাঁর কোচ শ্রীনাথ নারায়ণের কথায়, চাপের মুখে একেবারে মহেন্দ্র সিং ধোনির মতো মাথা ঠাণ্ডা থাকে তাঁর ছাত্রীর।
প্রথম ভারতীয় মহিলা হিসাবে দাবার বিশ্বকাপ জিতেছেন দিব্যা। তবে আশ্চর্যজনকভাবে মহিলাদের বিশ্বকাপের পুরস্কারমূল্য অনেকখানি কম। পুরুষ এবং মহিলাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ১লক্ষ ১০ হাজার ডলার পুরস্কারমূল্য পান। কিন্তু মহিলাদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন পান ৫০ হাজার ডলার। অর্থাৎ অর্ধেকেরও কম। তবে পুরস্কারমূল্য যাই হোক না কেন, একইসঙ্গে বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং গ্র্যান্ডমাস্টার হয়ে উচ্ছ্বসিত ভারতের কন্যা।
