shono
Advertisement
India Pakistan conflict

যুদ্ধ আবহে খেলার মাঠে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব, সেমিফাইনালেও কি ফের মুখোমুখি দুই দেশ?

দেশের মানুষের আবেগের কথা চিন্তা করে ভারতীয় দল ম্যাচটি বয়কট করার কথা ভেবেছিল।
Published By: Prasenjit DuttaPosted: 04:01 PM May 10, 2025Updated: 04:01 PM May 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যুদ্ধের পরিস্থিতিতে শুক্রবার রাতে ফের ভারতে হামলা চালানোর চেষ্টা করে পাক সেনা। যদিও বরাবরের মতো ভারতীয় সেনার দাপটে পাক ফৌজের দৌরাত্ম্য মাটিতে মিশেছে। এই অস্থিরতার আবহে ওমানের মাস্কাটে দশম এশিয়ান বিচ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান।

Advertisement

প্রতিযোগিতার লিগ পর্যায়ের এক ম্যাচে ভারতীয় খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে নামেন। যদিও আয়োজক এবং এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের পক্ষ থেকে আর্মব্যান্ড খুলে খেলার কথা বলা হয়। আয়োজকরা এই ধরনের আচরণের ফলে ভারতীয় দলকে টুর্নামেন্ট থেকে বহিষ্কারের হুমকিও পর্যন্ত দেয়।

ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র সংঘাত পরিস্থিতিতে দেশের মানুষের আবেগের কথা চিন্তা করে ভারতীয় দল ম্যাচটি বয়কট করার কথা ভেবেছিল। যদিও নিয়মের গেরোয় সেটা হয়ে ওঠেনি। ভারতীয় হ্যান্ডবল সংস্থার পক্ষ থেকে জানানো হয়, "ম্যাচ বয়কট করলে আমাদের ১০ হাজার ডলার জরিমানা দিতে হবে। তাছাড়া আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে ভারতকে দু'বছরের জন্য বহিষ্কার করা হবে। সেই কারণে পাকিস্তানের বিরুদ্ধে নামা ছাড়া আর কোনও বিকল্প ছিল না আমাদের কাছে।"

যদিও সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে পুল ম্যাচটি ০-২ ব্যবধানে পাকিস্তানের কাছে হেরে যায় ভারত। জানা গিয়েছে, ক্রীড়া মন্ত্রণালয় এবং ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনকে আলাদা করে চিঠি দিয়েছিল ভারতীয় হ্যান্ডবল সংস্থা। পাকিস্তানের সঙ্গে খেলা উচিত কিনা, এই মর্মে জানতে চাওয়া হলেও ইমেলের কোনও জবাব মেলেনি বলে জানানো হয়েছে হ্যান্ডবল সংস্থার পক্ষ থেকে। উল্লেখ্য, সেমিফাইনালেও দুই দলের আবার মুখোমুখি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তবে সেই ম্যাচটি খেলা নিয়ে এখনই সিদ্ধান্ত নেয়নি ভারত। সূত্রের খবর, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ভারত ম্যাচটি খেলা না খেলার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • যুদ্ধের পরিস্থিতিতে শুক্রবার রাতে ফের ভারতে হামলা চালানোর চেষ্টা করে পাক সেনা।
  • যদিও বরাবরের মতো ভারতীয় সেনার দাপটে পাক ফৌজের দৌরাত্ম্য মাটিতে মিশেছে।
  • এই অস্থিরতার আবহে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান।
Advertisement