shono
Advertisement
Narendra Modi

২০৩৬ অলিম্পিক ভারতে! 'স্বপ্নপূরণের জন্য প্রস্তুত হচ্ছে ভারত', বললেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের সময় লালকেল্লায় উপস্থিত ছিলেন অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করা অ্যাথলিটরা।
Published By: Subhajit MandalPosted: 11:04 AM Aug 15, 2024Updated: 11:04 AM Aug 15, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জল্পনা নয়। আর শুধু স্বপ্ন নয়। ভারতের মাটিতে অলিম্পিক আয়োজনের জন্য সত্যি সত্যিই প্রস্তুত হচ্ছে দেশ। স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানিয়ে দিলেন, "দেশের মাটিতে অলিম্পিক আয়োজন আমাদের স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগোচ্ছে দেশ।"

Advertisement

বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের সময় লালকেল্লায় উপস্থিত ছিলেন অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করা অ্যাথলিটরা। তাঁদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী এদিন বলেন,"আজ আমাদের মধ্যে সেই যুবারা আছেন যারা অলিম্পিকের মঞ্চ থেকে দেশকে গর্বিত করেছেন। ১৪০ কোটি দেশবাসীর তরফ থেকে আমি আমাদের অ্যাথলিটদের শুভেচ্ছা জানাব। আর কিছুদিনের মধ্যেই ভারতের একটা বড় দল প্যারালিম্পিকের জন্য প্যারিস যাবে। তাঁদেরও শুভেচ্ছা।"

[আরও পড়ুন: গভীর রাতে রণক্ষেত্র আর জি কর, চিকিৎসকদের মারধর, হাসপাতালে তাণ্ডব বহিরাগতদের]

এর পরই প্রধানমন্ত্রী দেশের মাটিতে অলিম্পিক আয়োজনের স্বপ্নের কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, "ভারত সফলভাবে জি-২০ শীর্ষ সম্মেলনের আয়োজন করে দেখিয়ে দিয়েছে, বড় মাপের ইভেন্টের আয়োজন করার ক্ষমতা আমাদের আছে। ২০৩৬ অলিম্পিক আয়োজন দেশের মাটিতে করাটা আমাদের স্বপ্ন। সেই স্বপ্ন পুরণের লক্ষ্যে আমরা প্রস্তুতি শুরু করেছি।" ২০২৮-র অলিম্পিক হতে চলেছে আমেরিকার লস অ্যাঞ্জেলসে। অন্যদিকে ২০৩৬ অলিম্পিকের জন্য বিড করতে চায় ভারত। তার প্রস্তুতিও চলছে। যদি শেষ পর্যন্ত দেশের মাটিতে অলিম্পিক আয়োজন করা যায়, সেক্ষেত্রে তৈরি হবে নতুন ইতিহাস।

[আরও পড়ুন: ‘সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে’, আর জি করের ‘গুণ্ডামি’কে তোপ অভিষেকের

এর আগে ভারত সফলভাবে এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসের আয়োজন করেছে। সে তুলনায় অবশ্য অলিম্পিক অনেক বড় ইভেন্ট। ২০৩৬ অলিম্পিকের আগে ২০৩০ যুব অলিম্পিকেরও আয়োজন করতে চায় ভারত। সেই ইভেন্টের উপর নির্ভর করবে, ভারতের অলিম্পিক স্বপ্ন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতের মাটিতে অলিম্পিক আয়োজনের জন্য সত্যি সত্যিই প্রস্তুত হচ্ছে দেশ।
  • স্বাধীনতা দিবসে লালকেল্লায় দাঁড়িয়ে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • জানিয়ে দিলেন, "দেশের মাটিতে অলিম্পিক আয়োজন আমাদের স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগোচ্ছে দেশ।"
Advertisement