সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস গড়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। তার পরে বিশ্বের একনম্বর দাবাড়ুর বিরুদ্ধে খেলার আবদার করেছিলেন। কিন্তু ডি গুকেশের সেই অনুরোধ সাফ উড়িয়ে দিলেন ম্যাগনাস কার্লসেন। বিশ্বের এক নম্বর দাবাড়ুর মতে, দাবার বিশ্বচ্যাম্পিয়নশিপ নামক 'সার্কাস' থেকে তিনি দূরেই থাকতে চান। তবে গুকেশকে কুর্নিশ জানিয়ছেন নরওয়ের দাবাড়ু।
বৃহস্পতিবার বিশ্বচ্যাম্পিয়নশিপ জিতেই কার্লসেনের বিরুদ্ধে খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন গুকেশ। সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন, "বিশ্বচ্যাম্পিয়নশিপ জিতেছি মানে এই নয় যে আমি দুনিয়ার সেরা দাবাড়ু। বিশ্বসেরা দাবা খেলোয়াড় ম্যাগনাস কার্লসেন। উনি যে পর্যায়ে পৌঁছেছেন, আমিও সেখানে যেতে চাই। কার্লসেনের বিরুদ্ধে বিশ্বচ্যাম্পিয়নশিপ খেলতে চাই, কারণ দাবার দুনিয়ায় ওটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্বের সেরা দাবাড়ুর বিরুদ্ধে নিজেকে যাচাই করে দেখব।"
কিন্তু বিশ্বচ্যাম্পিয়নশিপকে 'সার্কাস' বলে কটাক্ষ করলেন কার্লসেন। স্পষ্ট জানিয়ে দিলেন, "আমি আর এই সার্কাসে থাকতে চাই না।" উল্লেখ্য, ২০১৩ সালে বিশ্বনাথন আনন্দকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন কার্লসেন। তার পর ১০ বছর খেতাব ধরে রেখেছিলেন। কিন্তু ২০২৩ সালে কার্লসেন জানিয়ে দেন, বিশ্বচ্যাম্পিয়নশিপে লড়াই করার মোটিভেশন মিলছে না। তাই আর বিশ্বচ্যাম্পিয়নশিপে খেলতে চান না তিনি।
তবে গুকেশের সাফল্যে কুর্নিশ জানিয়েছেন কার্লসেন। তাঁর মতে, "গুকেশের এই সাফল্য অনবদ্য। ফিডে সার্কিটে ও নিচের দিকে ছিল, তারপর ক্যান্ডিডেটস টুর্নামেন্টেও দারুণ পারফরম্যান্স। অনেকেই ভেবেছিল দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হবে গুকেশ। কিন্তু যেরকম হাড্ডাহাড্ডি লড়াই হল, সেটা বেশ উপভোগ্য।" বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরে আগামী দিনে গুকেশ আরও ভালো খেলবেন বলেই আশাবাদী কার্লসেন।