shono
Advertisement
Wimbledon

'অলৌকিক ওষুধে' উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে জকোভিচ, 'অতি সেলিব্রেশনে' বিদায় কোকো গফের

মাঝে বিশ্রাম নিতে হয় জকোভিচকে।
Published By: Arpan DasPosted: 02:09 PM Jul 02, 2025Updated: 02:09 PM Jul 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উইম্বলডনের প্রথম রাউন্ডের বাধা সহজেই পেরোলেন নোভাক জকোভিচ। অন্তত পরিসংখ্যান তাই বলছে। আলেকজান্ডার মুলারের বিরুদ্ধে ৬-১, ৬-৭, ৬-২, ৬-২ ব্যবধানে জিতলেন 'জোকার'। কিন্তু পেটের সমস্যাতেও ভুগেছেন তিনি। সেটা কমিয়েছেন 'অলৌকিক ওষুধে'। অন্যদিকে প্রথম রাউন্ডেই বিদায় নিলেন ফরাসি ওপেন জয়ী কোকো গফ।

Advertisement

২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে নেমেছেন জকোভিচ। সাতবারের উইম্বলডন জয়ীর সামনে ছিলেন ফ্রান্সের মুলার। প্রথম সেট জকোভিচ সহজে জিতলেও দ্বিতীয় সেট টাইব্রেকারে জেতেন মুলার। আবার তৃতীয় সেট সহজেই জেতেন সার্বিয়ান তারকা। কিন্তু তারপরই বিশ্রামের দরকার পড়ে। বেশ কিছুক্ষণ পরে সেন্টার কোর্টে ম্যাচ শুরু হয়।

কিন্তু কেন বিশ্রামের দরকার পড়ল? জকোভিচ বলছেন, "প্রথমদিকে নিজের সেরাটা দিয়েছিল। কিন্তু পরের ৪৫ মিনিট খুব খারাপ খেলেছি। হতে পারে সেটা আমার পেটের সমস্যার জন্য। কিন্তু তারপরই ডাক্তারের দেওয়া অলৌকিক ওষুধ খেয়ে শক্তি ফিরে পাই। তাতেই ম্যাচটা ভালোভাবে জিতেছি।"

তবে রোলা গাঁরোর চ্যাম্পিয়ন কোকো গফ মিরাকল ঘটাতে পারেননি। দু'নম্বর বাছাই ৭-৬ (৭-৩), ৬-১ ব্যবধানে হেরে যান ইউক্রেনের দায়ানা ইয়াস্ত্রেমস্কার কাছে। ম্যাচের পর গফ নিজেই স্বীকার করে নেন, "ফরাসি ওপেন জেতার পর আমি একটু বেশিই উচ্ছ্বসিত হয়ে গিয়েছিলাম। কতটা সেলিব্রেট করব, আর কতটা প্রস্তুতি নেব বুঝতে পারিনি। মাত্র দুদিন অনুশীলন করেছিলাম। প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পর উইলম্বডনে নামলাম। এই হার থেকে অনেক কিছু শিখলাম। এই ভুল আর হবে না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উইম্বলডনের প্রথম রাউন্ডের বাধা সহজেই পেরোলেন নোভাক জকোভিচ। অন্তত পরিসংখ্যান তাই বলছে।
  • আলেকজান্ডার মুলারের বিরুদ্ধে ৬-১, ৬-৭, ৬-২, ৬-২ ব্যবধানে জিতলেন 'জোকার'।
  • কিন্তু পেটের সমস্যাতেও ভুগেছেন তিনি। সেটা কমিয়েছেন 'অলৌকিক ওষুধে'।
Advertisement