shono
Advertisement
Paralympic Games 2024

তিরন্দাজিতে ব্রোঞ্জ হাতছাড়া, ব্যর্থ অশোক-সিমরন

মিক্সড রিকার্ভে তাঁরা হারলেন স্লোভেনিয়ার জুটির কাছে।
Published By: Arpan DasPosted: 01:00 PM Sep 05, 2024Updated: 12:52 AM Sep 06, 2024

প্যারিস প্যারালিম্পিকে অব্যাহত ভারতের জয়যাত্রা। ইতিমধ্যেই টোকিওর রেকর্ডর ভেঙে দিয়েছেন অ্যাথলিট। দেশের ঝুলিতে এসেছে ২৪টি পদক। তার মধ্যে রয়েছে পাঁচটি সোনা। ক্লাব থ্রোয়ে ধরমবীর সিং, তিরন্দাজিতে হরবিন্দর সিং, জ্যাভলিনে সুমিত আন্টিল, ব্যাডমিন্টনে নীতেশ কুমার এবং শুটিংয়ে অবনী লেখারা স্বর্ণপদক জিতেছেন। আজও ফের মেডেলের লক্ষ্যে নামবেন ভারতীয় প্রতিযোগীরা। ফের কি ঘরে সাফল্য আনতে পারবেন তাঁরা?

Advertisement

পাওয়ার লিফটিংয়ে ব্যর্থ অশোক, ১০০ মিটার দৌড়ে চতুর্থ স্থানে শেষ করলেন সিমরন। 

তিরন্দাজি: তিরন্দাজিতে ব্রোঞ্জ হাতছাড়া ভারতের হরবিন্দর সিং ও পূজার। মিক্সড রিকার্ভে তাঁরা হারলেন স্লোভেনিয়ার জুটির কাছে। ৪-৪ ব্যবধানে পর শুট অফে হারেন তাঁরা।

জুডো: ভারতের ঝুলিতে আরও একটা পদক। এবার ব্রোঞ্জের সাফল্য এনে দিলেন কপিল পারমার। পুরুষদের ৬০ কেজি J1 বিভাগে তিনি হারালেন ব্রাজিলের প্রতিপক্ষকে। ভারতকে জুডোয় পদক এনে দেওয়া প্রথম প্রতিযোগী হলেন কপিল। তাঁকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তিরন্দাজি: সেমিফাইনালে হেরে গেলেন হরবিন্দর ও পূজা। ইটালির জুটির কাছে তাঁরা হারেন ৬-২ ব্যবধানে। প্রথম দুটো সেটেই দাপটের সঙ্গে এগিয়ে গিয়েছিল ইটালির জুটি। সেখান থেকে তৃতীয় সেটে কামব্যাক করেন হরবিন্দর-পূজা। কিন্তু চতুর্থ সেটে হেরে যান তারা। 

তিরন্দাজি: সেমিফাইনালে পৌঁছে গেলেন হরবিন্দর ও পূজা। কোয়ার্টার ফাইনালে তাঁরা হারালেন পোল্যান্ডের প্রতিপক্ষকে হারালেন ৬-০ ব্যবধানে। ৩৫-৩২, ৩৩-৩২, ৩৬-৩২ ব্যবধানে তিনটি সেটেই জেতেন ভারতীয় জুটি। 

জুডো: কপিল পারমার হেরে গেল ৬০ কেজির সেমিফাইনালে। যদিও ব্রোঞ্জের লড়াইয়ে নামবেন তিনি।

জুডো: মহিলাদের ৪৮ কেজি J2 বিভাগে ব্যর্থ ভারতের কোকিলা। কাজাকস্তানের নাউতাবেকের কাছে তিনি হারলেন ১০-০ ব্যবধানে।

তিরন্দাজি: প্যারালিম্পিকের (Paralympics Games 2024) তিরন্দাজির কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করলেন ভারতের হরবিন্দর ও পূজা। কিন্তু সেটা খুব সহজসাধ্য হল না। প্রথমে ৪-০ ব্যবধানে এগিয়ে যান তাঁরা কিন্তু তার পরই দুরন্ত প্রত্যাবর্তন করে অস্ট্রেলিয়া দল। শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে জেতেন ভারতের তিরন্দাজরা।

শুটিং: মিক্সড ৫০ মিটার রাইফেল প্রোন SH1 যোগ্যতা অর্জন পর্বে ব্যর্থ মোনা আগরওয়াল ও সিদ্ধার্থ বাবু।

দুপুর ১টা- মিক্সড ৫০ মিটার রাইফেল প্রোন SH1 যোগ্যতা অর্জন পর্ব- মোনা আগরওয়াল, সিদ্ধার্থ বাবু
দুপুর ১:৩০- অ্যাথলেটিকস- মহিলাদের ১০০ মিটার T12 সেমিফাইনাল- সিমরন
দুপুর ১:৫০- তিরন্দাজি- মিক্সড রিকার্ভ- পূজা ও হরবিন্দর সিং
দুপুর ২- জুডো- মহিলাদের ৪৮ কেজি J2- কোকিলা কৌশিকলেট
দুপুর ২:১৫- জুডো- পুরুষদের ৬০ কেজি J1- কপিল পারমার
রাত ১০:০৫- পাওয়ার লিফটিং পুরুষদের ৬৫ কেজি ফাইনাল- অশোক
রাত ১১:৪৯- পুরুষদের শট পাট F35 ফাইনাল- অরবিন্দ

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement