সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিস অলিম্পিক ঘিরে একাধিক বিতর্ক। শুরু থেকেই নানা অভিযোগ ধাওয়া করেছে এবার অলিম্পিককে (Paris Olympics 2024)। কিন্তু তার মধ্যেও এক-একটা অভিনব ঘটনা জায়গা করে নেয় দর্শকদের মনে। সেরকমই একটি ঘটনার সাক্ষী থাকল প্রেমের শহর প্যারিস। ফরাসি অ্যাথলিট অ্যালিস ফিনোট রেস শেষ করেই প্রোপোজ করলেন তাঁর প্রেমিককে।
৩০০০ মিটার স্টিপলচেজ ইভেন্টের ফাইনালে অংশগ্রহণ করেছিলেন ফিনোট। পদক জিততে পারেননি তিনি। তবে এই ইভেন্টে ইউরোপের রেকর্ড ভেঙে দিয়েছেন। আর তার পরই জীবনের সবচেয়ে 'গুরুত্বপূর্ণ' প্রশ্ন নিয়ে এগিয়ে যান প্রেমিক ব্রুনো মার্টিনেজের দিকে। রেকর্ড ভেঙে সোজা চলে যান স্ট্যান্ডের দিকে। বিশেষ বার্তা লেখা একটি পিন বের করে হাঁটু মুড়ে বসেন প্রেমিকের সামনে। গোটা স্টেডিয়াম তখন আনন্দে ফেটে পড়ে।
[আরও পড়ুন: এখনই শেষ নয়! ভিনেশকে অবসরের সিদ্ধান্ত বদলানোর অনুরোধ মহাবীর ফোগাটের]
এই অবস্থায় কি অ্যালিসকে ফেরাতে পারেন ব্রুনো? না, তিনি ফেরাননি। সঙ্গে সঙ্গে লজ্জায় মুখ ঢেকে ফেলেন ব্রুনো। তার পর জড়িয়ে ধরে প্রস্তাবে রাজিও হন। অ্যালিস বলেন, "আমি নিজেকে বলেছিলাম, ৯ মিনিটের মধ্যে দৌড়তে হবে। ৯ আমার জন্য লাকি সংখ্যা। আমরা একসঙ্গে আছি ৯ বছর হয়ে গেল। সেসব ভেবেই আমি প্রপোজ করি। সবাই যেভাবে ভালোবাসার বার্তা দেয়, আমি সেভাবে চাইনি। তাছাড়া ব্রুনো যখন এতদিন ধরে প্রপোজ করেনি, তাই ভাবলাম আমিই করি।"
[আরও পড়ুন: ‘সোনা জিতবে পাকিস্তানই’, নীরজের ফাইনালের আগে আর্শাদের হয়ে গলা ফাটাচ্ছেন বাবররা]
ব্রুনো নিজেও ট্রায়াথলিট। তিনি স্পেনের বাসিন্দা। তবে এবারের অলিম্পিক শুধু অ্যালিস-ব্রুনোর প্রেম কাহিনি দেখেনি। দিন কয়েক আগেই ব্যাডমিন্টনের মিক্সড ডাবলসে সোনা জেতার পর চিনের ইয়াকিয়ংকে প্রোপোজ করেন তাঁর প্রেমিক ইউচেন। প্রেমের শহর প্যারিসে শুরু হয় তাঁদের নতুন সফর। এবার সেই রাস্তায় পাড়ি দিলেন অ্যালিস ও ব্রুনোও।