অরিঞ্জয় বোস, প্যারিস: ভিনেশ ফোগতের মুখে আজ হাসি না কান্না? ভিনেশের হাতে আজ রুপো, না অপার শূন্যতা?
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আর মাত্র কয়েক ঘণ্টা পরই জানা যাবে প্যারিস অলিম্পিক (Paris Olympics 2024) থেকে সপ্তম পদক ভারত পাচ্ছে কি না? আর কয়েক ঘণ্টা পরই জানা যাবে, অর্জিত রুপো ভিনেশ (Vinesh Phogat) ফেরত পাবেন কি না?
দিন কয়েক আগে মহিলাদের পঞ্চাশ কেজি কুস্তিতে রীতিমতো ঝড় তুলে ফাইনালে উঠে গিয়েছিলেন ‘দঙ্গল গার্ল’। জাপানের ইউয়ি সুসাকিকে পর্যন্ত দাঁড়াতে দেননি ভিনেশ। গোটা দেশজুড়ে উৎসব শুরু হয়ে গিয়েছিল। কে জানত, সেই উৎসব দীর্ঘস্থায়ী হবে না? বরং রাত পেরোতে না পেরোতে মাথায় আকাশ ভেঙে পড়বে? ফাইনালের দিন ওজন পরীক্ষায় পাশ করতে পারেননি ভিনেশ। দেখা যায়, তাঁর ওজন পঞ্চাশ কেজির চেয়ে একশো গ্রাম বেশি। পরিণতি হিসেবে, ফাইনালে নামার অধিকার হারান ভিনেশ। ডিসকোয়ালিফায়েড হয়ে যান। তাঁর রুপোর পদকও কেড়ে নেওয়া হয়!
[আরও পড়ুন: আর কতদিন ক্রিকেট খেলবেন রোহিত-বিরাট? দুই মহাতারকার ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন হরভজন]
কিন্তু তার পরেও হাল ছাড়া হয়নি ভারতের পক্ষ থেকে। বিভিন্ন খেলার ভারতীয় ক্রীড়াবিদরা তো বটেই। অনেক আন্তর্জাতিক অ্যাথলিটও ভিনেশকে পদক ফিরিয়ে দেওয়া নিয়ে সওয়াল করেছিলেন। তাঁদের যুক্তি ছিল, রুপো পাওয়ার দিন সকালে ওজন পরীক্ষায় পাশ করেছিলেন ভিনেশ। তা হলে কোন যুক্তিতে তাঁর রুপো কেড়ে নেওয়া হবে? শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা আন্তর্জাতিক ক্রীড়া আদালত পর্যন্ত গড়ায়। যেখানে ভিনেশের হয়ে সওয়াল করেন বিখ্যাত আইনজীবী হরিশ সালভে ও বিদুষ্পত সিংঘানিয়া। প্রথমে ঠিক ছিল, গত ১০ আগস্ট রায় বেরিয়ে যাবে। কিন্তু সে দিন আদালতের পক্ষ থেকে আরও কিছুদিন সময় চেয়ে নেওয়া হয়। ভারতের কাছ থেকে আরও কিছু প্রশ্নের উত্তর চাওয়া হয়। সেই রায় শেষ পর্যন্ত বেরোবে আজ, মঙ্গলবার।
[আরও পড়ুন: অতীত নিয়ে ভাবতে রাজি নন, বাংলার জার্সিতে রনজিকেই পাখির চোখ করছেন ঋদ্ধি]
এমনিতে দেখতে গেলে, ভিনেশের পদক ফেরত পাওয়ার সম্ভাবনা কম। কিন্তু ওয়াকিবহাল মহল তা মনে করে না। বরং তাঁরা অনেকেই মনে করেন যে, আবেদন যদি খারিজ করতেই হত, তা হলে মামলাই গ্রাহ্য হত না। এত ভাবনাচিন্তা, বাড়তি সময় নেওয়ার কোনও বিষয়ই থাকত না। তবে ভিনেশের মামলার রায় যা-ই বেরোক, আন্তর্জাতিক চাপের জেরে কাজ যে হয়েছে, তা বোঝা যাচ্ছে। শোনা যাচ্ছে, অলিম্পিক নিয়মকানুনে কিছুটা অদলবদল করতে পারে বিশ্ব কুস্তি সংস্থা। আন্তর্জাতিক ক্রীড়া আদালতের রায় ভিনেশের পক্ষে গেলে, সে সম্ভাবনা যে আরও বাড়বে, বলাই বাহুল্য।