shono
Advertisement
Neeraj Chopra

'পরিশ্রমের ফল, ভারত গর্বিত', নীরজের ৯০ মিটার থ্রোয়ের স্বপ্নপূরণে উচ্ছ্বসিত মোদি

দোহা ডায়মন্ড লিগে ৯০ মিটার পার করে নিজের কেরিয়ারের সেরা থ্রো করেছেন নীরজ।
Published By: Arpan DasPosted: 10:59 AM May 17, 2025Updated: 10:59 AM May 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহু বছরের তপস্যার ফল পেলেন নীরজ চোপড়া। প্রথম ভারতীয় হিসেবে ৯০ মিটারের বেশি জ্যাভলিন ছুড়লেন ভারতের সোনার ছেলে। গোটা দেশ তাঁর জন্য গর্বিত। উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। নীরজকে শুভেচ্ছা জানিয়ে তিনি মনে করিয়ে দিলেন পরিশ্রমের কোনও বিকল্প নেই।

Advertisement

তিল তিল করে স্বপ্নটা বুকের মধ্যে জমিয়ে রেখেছিলেন নীরজ। একদিনে হয়নি, কিন্তু একদিন ঠিক হল। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ৯০ মিটারের দুর্ভেদ্য মাইলফলক অবশেষে টপকে গেলেন নীরজ চোপড়া। শুক্রবার দোহায় ডায়মন্ড লিগে প্রথম স্থান দখল করতে না পারলেও ব্যক্তিগত লক্ষ্যে অনায়াসে পৌঁছে গেলেন দেশের সোনার ছেলে। নীরজ আরও একবার ভারতীয়দের বুক গর্বে চওড়া করলেন। কবে তিনি ৯০ মিটার পার করেন, সেদিকেই তাকিয়ে ছিল গোটা দেশ।

সেই প্রতীক্ষার অবসান ঘটল। নীরজের প্রশংসায় মুখর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'এক অসাধারণ কৃতিত্ব। দোহা ডায়মন্ড লিগে ৯০ মিটার পার করে নিজের কেরিয়ারের সেরা থ্রো করল নীরজ চোপড়া। তার জন্য ওকে অভিনন্দন জানাই। ধারাবাহিক একাগ্রতা, শৃঙ্খলা ও আবেগের ফসল এই সাফল্য। ভারত উচ্ছ্বসিত ও গর্বিত।'

তবে ৯০ মিটার পার করেও দোহায় চ্যাম্পিয়ন হতে পারেননি নীরজ। শুক্রবার নিজের তৃতীয় চেষ্টায় ৯০.২৩ মিটার থ্রো করেন নীরজ। অলিম্পিকে সোনা জিতলেও এতদিন ব্যক্তিগত লক্ষ্যপূরণে ব্যর্থই হচ্ছিলেন তিনি। ২০২২ সালে স্টকহোম ডায়মন্ড লিগে নিজের কেরিয়ারের সেরা ৮৯.৯৪ মিটার থ্রো করেছিলেন তিনি। অবশেষে নতুন কোচ জ্যান জেলেজনির তত্ত্বাবধানে অবশেষে স্বপ্ন বাস্তবায়িত হল। তবে জার্মানির জুলিয়ান ওয়েবের তাঁকে পিছনে ফেলে সেরা হয়ে যান। ৯১.০৬ মিটার থ্রো করেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বহু বছরের তপস্যার ফল পেলেন নীরজ চোপড়া।
  • প্রথম ভারতীয় হিসেবে ৯০ মিটারের বেশি জ্যাভলিন ছুড়লেন ভারতের সোনার ছেলে। গোটা দেশ তাঁর জন্য গর্বিত।
  • উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। নীরজকে শুভেচ্ছা জানিয়ে তিনি মনে করিয়ে দিলেন পরিশ্রমের কোনও বিকল্প নেই।
Advertisement