সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক মঞ্চে ফের সাফল্য ভারতীয় দাবাড়ুর। ডি গুকেশ, রমেশবাবু প্রজ্ঞানন্দ থেকে দিব্যা দেশমুখ, বিশ্বদাবায় সাফল্যের শিখরে নাম ভারতীয়দের। তাহলে ভারতের আরেক গ্র্যান্ডমাস্টার রমেশবাবু বৈশালীই বা পিছিয়ে থাকেন কেন? গতবারের মতো এবারও ফিডে মহিলাদের গ্র্যান্ড সুইস চেস চ্যাম্পিয়ন হলেন তিনি। সেই সঙ্গে বিশ্বসেরা হওয়ার দিকে এক কদম এগোলেন বৈশালী।
প্রাক্তন মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন তান ঝোংগির সঙ্গে ড্র করে ট্রফি নিশ্চিত করে নেন ২১ বছর বয়সি ভারতীয় দাবাড়ু। ১১ রাউন্ডের লড়াইয়ে ৮ পয়েন্ট পেতেই চ্যাম্পিয়ন হন তিনি। ২০২৩ সালেও এই শিরোপা জেতেন বৈশালী। পরপর দুটি গ্র্যান্ড সুইস এর আগে আর কোনও দাবাড়ু জেতেননি। তাছাড়া এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ২০২৬ সালের ক্যান্ডিডেটস টুর্নামেন্ট খেলার যোগ্যতা অর্জন করলেন বৈশালী। ফলে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার দিকে আরও খানিকটা এগোলেন তিনি।
তবে ক্যান্ডিডেটস টুর্নামেন্টে যথেষ্ট কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হবে তাঁকে। সেখানে দুই ভারতীয় কোনেরু হাম্পি, দিব্যা দেশমুখরা তো আছেনই। এছাড়া ঝু জিনার, আলেক্সান্দ্রা গোরিয়াচকিনা, তান ঝোংগি, কাতেরিনা লাগনোরা রয়েছেন। যদিও সেসব নিয়ে আপাতত ভাবছেন না বৈশালী। তিনি বলছেন, "চেন্নাই গ্র্যান্ড মাস্টার্সে যথেষ্ট সমস্যার মুখে পড়েছিলাম। তারপরই ঠিক করি সুইস চেসে অংশগ্রহণ করার। অনেক কিছু বদলেছি। সেই কারণেই এখানে সাফল্য পেয়েছি।"
