সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ। বেশ কিছুদিন বয়সজনিত সমস্যায় ভোগার পর অবশেষে হার মানলেন তিনি। শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে এদিন দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 'বঙ্গরত্ন' টেবিল টেনিস কোচ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তাঁর হাত ধরে উঠে এসেছেন মান্তু ঘোষের মতো প্রথিতযশা টেবিল টেনিস খেলোয়াড়।
খুব কম বয়সে ভারতী ঘোষ টেবিল টেনিসের জগতে আসেন। তবে সে অর্থে তাঁর কোনও কোচ ছিল না। অভিজ্ঞদের দেখে ও নিজের চেষ্টায় টেবিল টেনিসে উন্নতি করেন তিনি। পাশাপাশি ছোটদেরকেও খেলাধুলোয় উৎসাহিত করতেন। জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের দুস্থ অথচ উৎসাহী শিশুদের পারিশ্রমিক ছাড়াই টেবিল টেনিস শেখাতেন। পরে রেলে চাকরিতে ঢুকলেও খেলার পাশাপাশি প্রশিক্ষণও সমান তালে চালিয়েছেন।
তাঁর হাত ধরে উঠে এসেছে ভারতীয় দলের প্রাক্তন সদস্য মান্তু ঘোষ। এছাড়াও ভারতী ঘোষের প্রশিক্ষণে কয়েক হাজার টেবিল টেনিস খেলোয়াড় উঠে এসেছে। তাঁদের মধ্যে অনেকেই জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পেয়েছেন। প্যারালিম্পিকেও খেলেন তাঁর হাতে তৈরি অনেক খেলোয়াড়। শেষের দিকে মূলত বিশেষ চাহিদা সম্পন্নদেরই খেলা শেখাতেন। স্বাভাবিকভাবেই তাঁর প্রয়াণে শোকের ছায়া বঙ্গ ক্রীড়ামহলে।
রাজ্য সরকারের থেকে ২০১৯ সালে তিনি 'বঙ্গরত্ন' সম্মানে ভূষিত হন। ২০২১ সালে ক্রীড়া দফতর 'ক্রীড়াগুরু' সম্মান দেয়। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। শিলিগুড়ির মেয়র গৌতম দেব তাঁর চিকিৎসার ব্যবস্থা করে দেন। শেষ পর্যন্ত সব লড়াই থামল। এক সংবাদমাধ্যমে মান্তু ঘোষ জানিয়েছেন, টেবিল টেনিসই ধ্যানজ্ঞান ছিল ভারতী ঘোষের। তাঁর প্রয়াণ ক্রীড়াজগতের জন্য বিরাট ক্ষতি।
