shono
Advertisement
Chess World Cup

ফের ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কবে শুরু ৬৪ খোপের খেলা?

সোমবার আন্তর্জাতিক দাবা ফেডারেশনের তরফে এ কথা ঘোষণা করা হয়।
Published By: Prasenjit DuttaPosted: 02:03 PM Jul 21, 2025Updated: 02:03 PM Jul 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি বছর ভারতে বসতে চলেছে দাবা বিশ্বকাপের আসর। ৩০ অক্টোবর থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। সোমবার আন্তর্জাতিক দাবা ফেডারেশনের তরফে এ কথা ঘোষণা করা হয়। যদিও কোথায় বিশ্বকাপের আসর বসবে, তা কিছুদিনের মধ্যে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

Advertisement

২০০২ সালের পর এই প্রথম দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। সেবার হায়দরাবাদে শিরোপা জিতেছিলেন বিশ্বনাথন আনন্দ। আসন্ন বিশ্বকাপে ২০৬ জন প্রতিযোগী নকআউট ফরম্যাটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গিয়েছে। FIDE-এর সিইও এমিল সুতোভস্কি বলেন, "আমরা ভারতে FIDE বিশ্বকাপ আনতে পেরে রোমাঞ্চিত। ভারতে দাবার প্রতি গভীর আবেগ এবং সমর্থন রয়েছে।"

২০২১ সাল থেকে শুরু হওয়া এই ফরম্যাটে একটি 'সিঙ্গেল এলিমিনেশন স্ট্রাকচার' রয়েছে। এখানে প্রতিটি রাউন্ড তিন দিন ধরে চলে। প্রথম দু'দিন ক্লাসিকাল গেমের জন্য সংরক্ষিত। আর দরকার পড়লে তৃতীয় দিনে টাইব্রেকার হবে। শীর্ষ ৫০ জন প্রথম রাউন্ডে বাই পাবে বলে জানা গিয়েছে। ৫১ থেকে ২০৬ জন দাবাড়ুকে প্রথম রাউন্ডে খেলতে হবে।

ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছেন ডি গুকেশ, ২০২৩ বিশ্বকাপের রানারআপ রমেশবাবু প্রজ্ঞানন্দ এবং বিশ্বের পাঁচ নম্বর অর্জুন এরিগাইসি। বিশ্বের এক নম্বর তারকা ম্যাগনাস কার্লসেনও এই বছরের শুরুতে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চলতি বছর ভারতে বসতে চলেছে দাবা বিশ্বকাপের আসর।
  • ৩০ অক্টোবর থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।
  • সোমবার আন্তর্জাতিক দাবা ফেডারেশনের তরফে এ কথা ঘোষণা করা হয়।
Advertisement