সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ২৯ বছর বয়সে মৃত্যু হল বিখ্যাত মার্কিন দাবাড়ু ড্যানিয়েল নারোদিতস্কির। যুব বিশ্বচ্যাম্পিয়ন, গ্র্যান্ডমাস্টার মার্কিন দাবাড়ুর মৃত্যুর খবরে শোকস্তব্ধ দাবার দুনিয়া। বিশ্বনাথন আনন্দ, রমেশবাবু প্রজ্ঞানন্দের মতো ভারতীয় দাবাড়ুরাও শোকপ্রকাশ করেছেন ড্যানিয়েলের মৃত্যুর খবরে। তবে ড্যানিয়েলের সতীর্থ রুশ দাবাড়ু ভ্লাদিমির ক্র্যামনিকের দাবি, অতিরিক্ত মাদক সেবনের জেরেই মৃত্যু হয়েছে তাঁর।
কয়েক সপ্তাহ পরেই ৩০তম জন্মদিন ছিল ড্যানিয়েলের। কিন্তু সোমবার আচমকাই তাঁর পরিবারের তরফে জানানো হয়, ড্যানিয়েলের মৃত্যু হয়েছে। কীভাবে তরুণ দাবাড়ুর মৃত্যু হল, সেই নিয়ে অবশ্য পরিবার কিছু জানায়নি। মাত্র ১৮ বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হওয়া ড্যানিয়েলের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই হতবাক গোটা বিশ্বের দাবাড়ুরা। অনেকেই নিজের সোশাল মিডিয়ায় জানিয়েছেন, ড্যানিয়েলের মৃত্যুর খবর মানতে পারছেন না তাঁরা।
শোকার্ত দাবাড়ুদের তালিকায় রয়েছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'গ্র্যান্ডমাস্টার ড্যানিয়েল নারোদিতস্কির প্রয়াণে আমি স্তম্ভিত। দাবার ধারাভাষ্যকার এবং প্রশিক্ষক হিসাবেও অনবদ্য ছিলেন তিনি। বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গেল তাঁর জীবন। দাবার দুনিয়া তাঁর অভাব অনুভব করবে।" ভারতীয় গ্র্যান্ডমাস্টার প্রজ্ঞানন্দও এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেন। ড্যানিয়েলের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
তবে মার্কিন দাবাড়ুর অকাল প্রয়াণ ঘিরে প্রশ্ন তুলেছেন রুশ দাবাড়ু ভ্লাদিমির ক্র্যামনিক। এক বন্ধুর সঙ্গে চ্যাটের স্ক্রিনশট তুলে ধরে ক্র্যামনিকের প্রশ্ন, অতিরিক্ত মাদক সেবনের কারণেই কি মৃত্যু হল ড্যানিয়েলের? এই মৃত্যুর তদন্ত হওয়া উচিত বলেও দাবি করেন ক্র্যামনিক। উল্লেখ্য, চলতি বছরেই আমেরিকার জাতীয় ব্লিৎজ চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন ড্যানিয়েল। মৃত্যুর সময়ে বিশ্বর্যাঙ্কিংয়ে ১৮তম স্থানে ছিলেন তিনি।
