shono
Advertisement
Vinesh Phogat

বিজেপি সরকারের থেকে ৪ কোটি টাকা 'পুরস্কার' ভিনেশের, ক্ষুব্ধ কংগ্রেস

কংগ্রেসের টিকিটে বিধায়ক হয়েছিলেন ভিনেশ।
Published By: Anwesha AdhikaryPosted: 09:16 PM Apr 10, 2025Updated: 09:18 PM Apr 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানার বিজেপি সরকারের থেকে ৪ কোটি টাকা নিলেন ভিনেশ ফোগাট। কুস্তির ম্যাট ছেড়ে গতবছরই কংগ্রেসের টিকিটে বিধায়ক হয়েছিলেন তিনি। তবে কংগ্রেসের বিধায়ক হলেও ভিনেশকে খেলোয়াড় হিসাবে সম্মান দিতে চেয়েছিল নয়াব সাইনির সরকার। অলিম্পিকে রুপোর পদকজয়ীদের যে সম্মান দেওয়ান হয়, সেই একই সম্মান ভিনেশকেও দেওয়া হবে বলে জানানো হয় হরিয়ানা সরকারের তরফ থেকে।

Advertisement

গত কয়েকমাস উত্থানপতনের মধ্যে দিয়ে গিয়েছে ভারতীয় কুস্তিগিরের। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে অলিম্পিকের ফাইনালে পৌঁছেছিলেন তিনি। কিন্তু ১০০ গ্রাম ওজন বেশি থাকায় তাঁকে ‘বাতিল’ করা হয়। তার পরই কুস্তি থেকে অবসর নেন। অবশ্য লড়াই তার পর শেষ হয়নি। হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে জুলানা বিধানসভায় লড়েছিলেন। ৬০১৫ ভোটে বিজেপির যোগেশ কুমার হারিয়ে বিধায়ক হয়েছিলেন ভিনেশ। মার্চ মাসে তিনি জানান, প্রথমবার মা হতে চলেছেন।

এহেন পরিস্থিতিতে হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেন, “ভিনেশ হরিয়ানার কন্যা। আমরা তাঁর সম্মান কখনই শেষ হতে দেব না। অলিম্পিকে রুপোর পদকজয়ীদের যা যা সুবিধা দেওয়া হয় তার প্রত্যেকটাই দেওয়া হবে ভিনেশকেও।” চাকরি, আর্থিক সাহায্য এবং সুযোগসুবিধার মধ্যে যেকোনও একটি বেছে নিতে হবে তারকা কুস্তিগিরকে, এমনটাই জানানো হয়।

বৃহস্পতিবার ভিনেশ জানান, চাকরি বা সরকারি জমি নিতে চান না তিনি। তবে সরকারি পুরস্কার হিসাবে ৪ কোটি টাকা নেবেন হরিয়ানা শেহরি বিকাশ প্রাধিকরণ প্রকল্পের আওতায়। ভিনেশের কথায়, "টাকাটা এখানে মুখ্য নয়। সম্মানটাই আসল।" উল্লেখ্য, অলিম্পিকে সোনা, রুপো এবং ব্রোঞ্জজয়ীদের জন্য যথাক্রমে ৬ কোটি, ৪ কোটি এবং ২.৫ কোটি টাকা দেয় হরিয়ানা সরকার। তবে ভিনেশ এই আর্থিক পুরস্কার নেওয়ায় ক্ষুব্ধ কংগ্রেস। এছাড়াও ভিনেশের প্রাক্তন সতীর্থ  অলিম্পিক পদকজয়ী কুস্তিগির যোগেশ্বর দত্ত কটাক্ষ করেছিলেন এই ইস্যুতে। তিনি বলেছিলেন, একদিন যারা অহংকার করে বলত পুরস্কারের অর্থ তারা সরকারের মুখে ছুড়ে মারবে, আজ তারাই অর্থের জন্য বিধানসভায় আবেদন করছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কংগ্রেসের বিধায়ক হলেও ভিনেশকে খেলোয়াড় হিসাবে সম্মান দিতে চেয়েছিল নয়াব সাইনির সরকার।
  • গত কয়েকমাস উত্থানপতনের মধ্যে দিয়ে গিয়েছে ভারতীয় কুস্তিগিরের। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে অলিম্পিকের ফাইনালে পৌঁছেছিলেন তিনি।
  • চাকরি বা সরকারি জমি নিতে চান না তিনি। তবে সরকারি পুরস্কার হিসাবে ৪ কোটি টাকা নেবেন হরিয়ানা শেহরি বিকাশ প্রাধিকরণ প্রকল্পের আওতায়।
Advertisement