সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অলিম্পিকে পদক জয়ের একেবারে শেষ ধাপ পর্যন্ত উঠেও তাঁকে ফিরতে হয়েছিল খালি হাতে। তার পর কুস্তি থেকে অবসর নিয়েছিলেন ভিনেশ ফোগাট। কুস্তির ম্যাট ছেড়ে নেমেছিলেন রাজনীতির ময়দানে। সেখানে অবশ্য অলিম্পিকের দুর্ভাগ্য তাড়া করেনি। বরং হরিয়ানার বিধানসভা নির্বাচনে জুলানা কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি। কিন্তু আবার কি কুস্তির ম্যাটে ফিরছেন ভিনেশ? তাঁর সাম্প্রতিক পোস্ট ঘিরে তৈরি হয়েছে নয়া জল্পনা।
নিজের সোশাল মিডিয়া পোস্টে ভিনেশ লিখেছেন, "জানি, আজ তুমি ক্লান্ত। জানি, আজ তুমি এক আহত পাখি। কিন্তু আজও তোমার মধ্যে সাহস বেঁচে আছে। আজও তুমি বেঁচে আছো স্বপ্নপূরণের জন্য।" এর সঙ্গে ভিনেশ অলিম্পিকের সময়কার ছবি দিয়েছেন। যেখানে তিনি উচ্ছ্বাসে লাফিয়ে উঠছেন। এই ছবি ও সঙ্গের ক্যাপশন দেখে শুরু হয় নতুন জল্পনা। তাহলে কি কুস্তিতে ফিরতে চলেছেন ভিনেশ?
গত কয়েকমাস উত্থানপতনের মধ্যে দিয়ে গিয়েছে ভারতীয় কুস্তিগিরের। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে অলিম্পিকের ফাইনালে পৌঁছেছিলেন তিনি। কিন্তু ১০০ গ্রাম ওজন বেশি থাকায় তাঁকে 'বাতিল' করা হয়। তার পরই কুস্তি থেকে অবসর নেন। আবেগঘন বার্তায় লিখেছিলেন, “জীবনযুদ্ধে অনেক কিছু শিখেছি। মায়ের পরিশ্রম, লড়াকু মনোভাব আমাকে আজকের ভিনেশ গড়েছে। তিনি শিখিয়েছেন, কীভাবে নিজেরটা ছিনিয়ে নিতে হয়। যখনই সাহসের কথা ওঠে, তখনই আমার তাঁর কথা মনে পড়ে। সেটাই প্রতিটা লড়াইয়ে আমাকে সাহায্য করে।”
অবশ্য লড়াই তার পর শেষ হয়নি। হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে জুলানা বিধানসভায় লড়েছিলেন। ৬০১৫ ভোটে বিজেপির যোগেশ কুমার হারিয়ে বিধায়ক হয়েছিলেন ভিনেশ। এবার কি রাজনীতির সঙ্গে কুস্তিও চালিয়ে যাবেন তিনি? উত্তরটা সময়ই দেবে।