অর্ণব দাস, বারাসত: আর জি কর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচি চলাকালীন ইভটিজিং! এবার ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার অশোকনগর। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন নিগৃহীতারা। গ্রেপ্তার ২ জন। এভাবে কীভাবে চলতে পারে? মহিলারা পথে বেরবেন কী করে? প্রশ্ন তাঁদের।
আর জি কর ইস্যুতে উত্তাল বাংলা। জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। কর্মবিরতি তুললেও এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। একাধিক দাবি রয়েছে তাঁদের। দাবি আদায়ে একাধিক কর্মসূচিও পালন করছেন তাঁরা। সোমবার রাতে রাজ্যজুড়ে দ্রোহের আলো কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তাতে শামিল হয়েছিলেন। সোমবার রাতে উত্তর ২৪ পরগনার অশোকনগর স্টেডিয়াম এলাকাতেও এই কর্মসূচি পালনের আয়োজন করা হয়েছিল। তার কাছেই নেহাটি রোড। অভিযোগ, রাতে সাইকেলে যাওয়ার সময় নৈহাটি রোড সংলগ্ন এলাকায় চার যুবক বাইকে করে আসে। দুই তরুণীকে কটূক্তি করতে থাকে বলে অভিযোগ।
রাতেই অশোকনগর থানার দ্বারস্থ হন তাঁরা। তাঁদের অভিযোগের ভিত্তিতে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ দায়েরের পর সংবাদমাধ্যমের কাছে একরাশ ক্ষোভ উগরে দেন তরুণীরা। বলেন, "আর জি করের ঘটনা নিয়ে সব জায়গায় প্রতিবাদ কর্মসূচি চলছে। আজকেও যেখানে প্রতিবাদ কর্মসূচি চলছে। তার মধ্যেই এই ঘটনা। আমাদের যদি কোনও সুরক্ষাই না থাকে, তাহলে আমরা চলবো কীভাবে?"