shono
Advertisement
D Gukesh

গুকেশকে হারিয়ে 'রাজা' ছুড়ে মারলেন দর্শকদের মাঝে, মার্কিন দাবাড়ুর 'ঔদ্ধত্যে' ক্ষুব্ধ দাবাপ্রেমীরা

সুর চড়িয়েছেন রাশিয়ান গ্র্যান্ডমাস্টার ভ্লাদিমির ক্রামনিকও।
Published By: Arpan DasPosted: 12:43 PM Oct 06, 2025Updated: 12:43 PM Oct 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেহাতই প্রদর্শনী একটি টুর্নামেন্ট। সে অর্থে বিরাট কোনও ট্রফি ছিল না পুরস্কার হিসেবে। সেই দাবা প্রতিযোগিতায় আমেরিকার বিরুদ্ধে ভারত ৫-০ ব্যবধানে হারল। তবে বিতর্কের কেন্দ্রবিন্দুতে মার্কিন দাবাড়ু হিকারু নাকামুরা। ভারতীয় দাবাড়ু ডি গুকেশকে হারানোর পর তাঁর 'রাজা' ছুড়ে মারলেন দর্শকদের মধ্যে। এই 'ঔদ্ধত্য' দেখে রীতিমতো ক্ষুব্ধ দাবাভক্তরা। এমনকী সুর চড়িয়েছেন রাশিয়ান গ্র্যান্ডমাস্টার ভ্লাদিমির ক্রামনিক।

Advertisement

টেক্সাসে 'চেকমেট: ইউএসএ বনাম ইন্ডিয়া' টুর্নামেন্টে দুই দেশের একাধিক বিখ্যাত দাবাড়ু অংশ করেন। ভারতের হয়ে লড়েছিলেন ডি গুকেশ, অর্জুন ইরিগাসি, দিব্যা দেশমুখরা। অন্যদিকে নাকামুরা ছাড়াও ফাবিয়ানো কারুয়ানা, কারিসা ওয়াইপ ছিলেন। সেখানে গুকেশের বিরুদ্ধে প্রথম লড়াইয়ে জেতেন নাকামুরা। গোটা ম্যাচটাই খুব হালকা ছলে হয়েছিল। কিন্তু নীল জার্সি পরা নাকামুরা জিততেই গুকেশের 'রাজা' দর্শকদের দিকে ছুড়ে মারেন। গুকেশ অবশ্য সেদিকে নজর না দিয়ে ঘুঁটিগুলো গুছিয়ে রাখতে দেখেন। কিন্তু হারের পর নাকামুরা আচরণে যে তিনিও হতাশ হয়েছেন, তা অত্যন্ত স্পষ্ট।

মার্কিন দাবাড়ুর আচরণকে ভালো চোখে নেয়নি দাবাভক্তরা। নাকামুরার আচরণকে 'ক্ষমাহীন ঔদ্ধত্য' বলছেন অনেকে। রাশিয়ান কিংবদন্তি দাবাড়ু ক্রামনিক সোশাল মিডিয়ায় লিখেছেন, 'এটা শুধু নোংরামি নয়, আধুনিক দাবা যে কতটা নেমেছে তা এতেই বোঝা যায়। অনেক দাবাড়ু আছে, যারা অন্যকে সম্মান দিতে জানে, ভদ্র ব্যবহার করে (গুকেশও তাদের মধ্যে অন্যতম)। কিন্তু জঘন্য আচরণের প্লেয়ারদের এই ধরনের আচরণকে প্রশ্রয় দেওয়া আমাদের খেলাটার ক্ষতি করছে।'

নাকামুরা অবশ্য 'ভুল স্বীকার' করছেন না। তাঁর বক্তব্য, 'আমরা একা একাই সেলিব্রেট করি। দাবা খেলাটা খুব নিঃসঙ্গ একটা কাজ। ফলে আমি কী করছি, তার জন্য কাউকে কৈফিয়ৎ দেব না।" অন্যদিকে আমেরিকার আরেক দাবাড়ু লেবি রোজমানের দাবি, 'রাজা' ছুড়ে দেওয়াটা আয়োজকদের পরিকল্পনার অংশ ছিল। কিন্তু তাতে নেটিজেনরা পালটা দিচ্ছেন, নাকামুরার কাণ্ডকে লঘু করে দেখানোর জন্যই এই সাফাই দেওয়া হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নেহাতই প্রদর্শনী একটি টুর্নামেন্ট। সে অর্থে বিরাট কোনও ট্রফি ছিল না পুরস্কার হিসেবে।
  • সেই দাবা প্রতিযোগিতায় আমেরিকার বিরুদ্ধে ভারত ৫-০ ব্যবধানে হারল। তবে বিতর্কের কেন্দ্রবিন্দুতে মার্কিন দাবাড়ু হিকারু নাকামুরা।
  • ভারতীয় দাবাড়ু ডি গুকেশ হারানোর পর তাঁর 'রাজা' ছুড়ে মারলেন দর্শকদের মধ্যে।
Advertisement