shono
Advertisement

বিহারের এক তৃতীয়াংশ প্রার্থীর বিরুদ্ধেই ছিল গুরুতর অপরাধের অভিযোগ! জানাল কমিশন

এই প্রথম নিজেদের অপরাধের কথা বিজ্ঞাপন দিয়ে জানালেন প্রার্থীরা।
Posted: 06:04 PM Nov 08, 2020Updated: 06:04 PM Nov 08, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার বিহারে (Bihar) তৃতীয় দফার ভোটগ্রহণ (Bihar Election 2020) শেষ হয়ে গিয়েছে। এবার অপেক্ষা ফলপ্রকাশের। নীতীশ কুমারই ক্ষমতায় ফিরবেন নাকি তেজস্বী যাদবকে (Tejashwi Yadav) দেখা যাবে মসনদে, তা নিয়ে জল্পনার শেষ নেই। এরই মধ্যে নির্বাচন কমিশন জানিয়ে দিল এক চমকপ্রদ তথ্য। এবারের নির্বাচনের ৩৭৩৩ জন প্রার্থীর মধ্যে ১১০০-রও বেশি প্রার্থীর রয়েছে অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকার অতীত রেকর্ড! কমিশন জানাচ্ছে এমন প্রার্থীর মোট সংখ্যা ১১৫৭।

Advertisement

গত মার্চে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছিল কোনও প্রার্থী অপরাধমূলক কাজকর্মে যুক্ত থাকলে তা ভোটারদের বিজ্ঞাপন দিয়ে জানাতে হবে। ঠিক যেমন ভোটের প্রচার হয়, তেমনি অপরাধেরও প্রচার করতে হবে প্রার্থীদের। একবার নয়, তিনবার কমিশনের বেঁধে দেওয়া সময়সীমায় তা সকলকে জানানোর কথা বলা হয়েছিল। কমিশনের বক্তব্য ছিল, খোলাখুলি এবিষয়ে জানানো হলে ভোটাররা ভোটের আগে সবদিক খতিয়ে দেখেই তাঁদের ভোট দিতে পারবেন। সেই নির্দেশের পর এই প্রথম দেশে কোনও নির্বাচন অনুষ্ঠিত হল। বিহারের নির্বাচনে প্রার্থীদের অপরাধের রেকর্ড থাকার কথা সকলকে জানিয়েছে দলগুলি। 

[আরও পড়ুন: এক্সিট পোলের ফলের পরই মধ্যপ্রদেশে শুরু বিধায়ক কেনাবেচা! এবার কাঠগড়ায় কংগ্রেস]

৭ কোটি মানুষ তিন দফার এই নির্বাচনে ভোট দিয়েছেন। এদিকে বুথফেরত সমীক্ষায় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গিয়েছে। বিভিন্ন সংস্থার করা সমীক্ষার দাবি, এবারের বিধানসভা নির্বাচনে বিজেপি ও জেডি (ইউ) -এর এনডিএ জোটের বদলে ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস ও আরজেডির মহাজোট। এই দাবি কতটা সঠিক তা ফলাফল প্রকাশের পরেই জানা যাবে। যদিও বিজেপি এখনই হার মানতে নারাজ। তারা দাবি করছে, সমস্ত এক্সিট পোলকে ভুল প্রমাণ করে বিহারে ফের সরকার গড়বে এনডিএ-ই।

[আরও পড়ুন: প্রথম দফায় করোনার টিকা পাবেন ৩০ কোটি ভারতীয়, কারা ঠাঁই পাচ্ছেন কেন্দ্রের তালিকায়?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement