সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির (Delhi) বন্যা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও ফের বেড়েছে (২০৫.৩৩ মিটার) রাজধানী সংলগ্ন যমুনার জলস্তর। এবার গ্রেটার নয়ডায় দেখা গেল ভয়াবহ চিত্র। পরপর দাঁড়িয়ে থাকা শ দুয়েক গাড়ির প্রায় মাথা পর্যন্ত ছুঁয়ে ফেলেছে জলস্তর! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ওই দৃশ্যের ভিডিও ও ছবি।
গ্রেটার নয়ডার (Greater Noida) ইকোটেক-৩’র কাছাকাছি অঞ্চলে হিন্দন নদীর জল বাড়তেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। সোমবার গভীর রাতে প্রবল বৃষ্টি হওয়ার পর থেকেই ক্রমশ বাড়তে থাকে জলস্তর। ধীরে ধীরে পরিস্থিতি ভয়ংকর হয়ে ওঠে। দেখা যায়, সারি সারি গাড়ি ক্রমেই জলে ডুবে যাচ্ছে।
[আরও পড়ুন: INDIA জোটকে ইন্ডিয়ান মুজাহিদিনের সঙ্গে তুলনা! মোদির মন্তব্যে তুঙ্গে বিতর্ক]
তবে এর মধ্যেই স্বস্তির কথা, দিল্লিতে মঙ্গলবার রাত থেকে বৃষ্টি বাড়লেও আপাতত ভয়ংকর বৃষ্টির আশঙ্কা নেই। কিন্তু জলস্তরের যা পরিস্থিতি তাতে জনজীবন প্রবল ভাবে ব্যাহত হয়েছে। গত সোমবার নদীর জল ছুঁয়ে ফেলেছিল তাজমহলের দেওয়াল। শেষ বার ১৯৭৮ সালে যমুনার জল ঢুকেছিল তাজমহল চত্বরে। ৪৫ বছর পর ফের ঐতিহাসিক স্মৃতিসৌধের দেওয়াল ছুঁয়ে ফেলে যমুনা নদীর জল। এর আগে লালকেল্লার দেওয়ালও ছুঁয়েছিল যমুনার জল। কেল্লার আশপাশের এলাকাও বানভাসি হয়েছিল। সব মিলিয়ে দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় পরিস্থিতি এখনও বিপজ্জনক।