shono
Advertisement

Breaking News

গৃহবন্দি করে রাখার অভিযোগে সরব তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যসচিব

তাঁর জীবন বিপন্ন বলেও এদিন আশঙ্কা প্রকাশ করেন প্রাক্তন মুখ্যসচিব৷ The post গৃহবন্দি করে রাখার অভিযোগে সরব তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যসচিব appeared first on Sangbad Pratidin.
Posted: 07:22 PM Dec 27, 2016Updated: 01:52 PM Dec 27, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর বাড়িতে হানা দিয়েছে আয়কর দফতর৷ গিয়েছে মুখ্যসচিবের পদ৷ নতুন মুখ্যসচিব দায়িত্বও নিয়ে নিয়েছেন৷ এতদিনে পুরো ব্যাপারে মুখ খুললেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যসচিব পি রামমোহন রাও৷ জানালেন, তাঁকে এতদিন গৃহবন্দি করে রাখা হয়েছিল৷

Advertisement

আয়কর হানা নিয়ে এদিন তীব্র ক্ষোভ উগরে দেন তিনি৷ জানান, কোনওরকম অনুমতি ছাড়াই এ কাজ করা হয়েছে৷ আর যা উদ্ধার করা হয়েছে তা তাঁর স্ত্রী ও মেয়ের গয়না বলেও দাবি তাঁর৷ এছাড়া ঠাকুরপুজোর কাজে ব্যবহৃত কিছু রূপোর বাসনও পেয়েছে আয়কর দপ্তর৷ কিন্তু এই আয়কর হানার বৈধতা নিয়েই প্রশ্ন তুললেন তিনি৷ জানালেন, কোন অধিকারে সিআরপিএফ এ কাজ করতে পারে? যদি আয়কর হানা করতেই হত, তাহলে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে কথা বলতে পারতেন৷ তাঁর নামে আয়কর হানার কোনও পরোয়ানা ছিল না বলেও জানান তিনি৷ ছেলের নামে এই পরোয়ানা জারি হয়েছিল বলে দাবি তাঁর৷

পাশাপাশি তাঁর দাবি, তিনিই এখনও তামিলনাড়ুর মুখ্যসচিব৷ কেননা তাঁর বদলির নির্দেশ হাতে দেওয়ার মতো সাহস নেই সরকারের৷ তাঁর জীবন বিপন্ন বলেও এদিন আশঙ্কা প্রকাশ করেন প্রাক্তন মুখ্যসচিব৷

The post গৃহবন্দি করে রাখার অভিযোগে সরব তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যসচিব appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement