shono
Advertisement

বিপাকে ব্যথার ওষুধ কম্বিফ্ল্যাম

ব্যথা পেলেই যারা এই ওষুধ খেতে অভ্যস্ত, তাঁদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ৷ জনপ্রিয় এই ওষুধের কয়েকটি ব্যাচে ব্যবহৃত উপকরণের মান অত্যন্ত খারাপ বলে জানাল সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ওরফে সিডিএসসিও৷ The post বিপাকে ব্যথার ওষুধ কম্বিফ্ল্যাম appeared first on Sangbad Pratidin.
Posted: 03:23 AM May 15, 2016Updated: 10:13 PM May 14, 2016

কম্বিফ্ল্যাম৷ব্যথা পেলেই যারা এই ওষুধ খেতে অভ্যস্ত, তাঁদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ৷ জনপ্রিয় এই ওষুধের কয়েকটি ব্যাচে ব্যবহৃত উপকরণের মান অত্যন্ত খারাপ বলে জানাল সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ওরফে সিডিএসসিও৷

Advertisement

প্যারাসিট্যামল ও আইবুপ্রোফেন দিয়ে তৈরি এই ওষুধের ওই ব্যাচ ২০১৫ সালের জুন থেকে জুলাই মাসের মধ্যে তৈরি করা হয়েছে৷ এক্সাপায়ারি ডেট দেওয়া হয়েছে ২০১৮ মাসের মে মাস থেকে জুন পর্যন্ত৷ শুধু তাই নয় এই ওষুধের নিরাপত্তার কোনও নিশ্চিত প্রমাণ নেই৷ নেই নিশ্চিত ফলের গ্যারান্টি৷ সেই কারণেই কম্বিফ্ল্যামের একটি বিশেষ ব্যাচকে পাইকারি বাজার থেকে তুলে নিয়েছে ফরাসি ওষুধ প্রস্তুতকারি সংস্থা সানোফি৷

The post বিপাকে ব্যথার ওষুধ কম্বিফ্ল্যাম appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement