shono
Advertisement

লাদেন বধে মার্কিন বাহিনীকে সাহায্য করেছিল আইএসআই, দাবি ইমরানের

লাদেনের হদিশ ছিল, এতদিনে স্বীকার করল পাকিস্তান৷ The post লাদেন বধে মার্কিন বাহিনীকে সাহায্য করেছিল আইএসআই, দাবি ইমরানের appeared first on Sangbad Pratidin.
Posted: 03:02 PM Jul 23, 2019Updated: 03:03 PM Jul 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট বছর কেটে গিয়েছে৷ তবু একদা বিশ্বের সবচেয়ে বড় ত্রাস ওসামা বিন লাদেনকে নিয়ে চর্চার শেষ নেই৷ বিশেষত তার হত্যাকাণ্ড এখনও আলোচনার কেন্দ্রে৷ গোটা অপারেশনের কৃতিত্ব পুরোপুরি নিয়েছে মার্কিন নেভি সিল বাহিনী৷ সম্প্রতি মার্কিন সফররত পাক প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করে বসলেন, অ্যাবোটাবাদে লাদেনের গোপন আস্তানায় নেভি সিল বাহিনীকে নেতৃত্ব দিয়ে নিয়ে গিয়েছিল পাকিস্তানের গুপ্তচর সংস্থা৷

Advertisement

[আরও পড়ুন: প্রথমবার চন্দ্রপৃষ্ঠে নামবেন মহিলা নভশ্চর, তৈরি হচ্ছে চাঁদের দেবী ‘আর্তিমিস’]

২ মে, ২০১১৷ বিশ্বজুড়ে একটি খবর ছড়িয়ে পড়েছিল বিদ্যুতের গতিতে৷ নিহত বিশ্বের সবচেয়ে ভয়ংকর জঙ্গি, আল কায়দা প্রধান ওসামা বিন লাদেন৷ সৌজন্যে মার্কিন নেভি সিল৷ ভোররাতে তারাই অ্যাবোটাবাদের বাড়িতে অকস্মাৎ হানা দিয়ে হাতেনাতে ধরে ফেলেন লাদেনকে৷ তারপরই গুপ্তহত্যা এবং বিমানে দেহ নিয়ে সোজা মার্কিন মুলুকে পাড়ি৷ এই গোটা অপারেশনের মার্কিন নেভি সিলের দক্ষতা বেড়ে গিয়েছিল৷ লাদেন যে পাকিস্তানেরই নিরাপদ আশ্রয়ে ছিল, তা বারবার অস্বীকার করে এসেছে প্রশাসন৷

লাদেন বধে পাকিস্তানের ভূমিকার কথা আগ বাড়িয়ে বলতে গিয়ে এবার আত্মঘাতী গোল করে বসলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ ওয়াশিংটন সফররত ইমরান এক সংবাদমাধ্যমে সোমবার বললেন, লাদেনকে ধরিয়ে দিতে পাক গুপ্তচর সংস্থাই নেভি সিল বাহিনীকে সাহায্য করেছিল৷ এই কাজে মার্কিন বাহিনীকে রাস্তা দেখানো ডাক্তার শাকিল আফ্রিদির প্রসঙ্গে ইমরান আরও বলেন, ‘বিষয়টি বেশ স্পর্শকাতর৷ কারণ, আফ্রিদি এখানে গুপ্তচর বলে চিহ্নিত হয়ে গিয়েছে৷’ তাঁর আরও বক্তব্য, ‘আমেরিকাকে আমরা সবসময়ে বন্ধু বলে মনে করি৷ আমাদের যদি আগে থেকে লাদেন সম্পর্কে তথ্য জানাত, আমরা ওকে বের করে আনতাম৷কিন্তু আমাদের আইএসআই নিজেদের যোগ্যতায় লাদেনের অবস্থান জেনেছে এবং সিআইএ-কে সাহায্য করেছে৷’

[আরও পড়ুন: কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য, দেশেই প্রবল বিরোধিতার মুখে ট্রাম্প]

তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একাংশের মতে, লাদেন আশ্রয় নিয়েছিলেন গুপ্তচর বিভাগের প্রাক্তন অফিসার আসাদ দুরানির বাড়িতে৷ সে কথা জানত আইএসআই৷ আর লাদেনকে রীতিমতো টোপ হিসেবে ব্যবহার করতে চেয়েছিল তারা৷ দীর্ঘ বেশ কয়েকবছর ধরে পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেন পাকাপাকি ঘাঁটি গাড়লেও, নয় এগারো হামলার প্রায় ১০ বছর পর বিশ্বত্রাস লাদেনকে ধরতে সক্ষম হয় মার্কিন সেনাবাহিনী৷ তবে সেখানে পাক গুপ্তচর সংস্থার ভূমিকা এবার প্রকাশ্যেই স্বীকার করলেন পাক প্রধানমন্ত্রী।

The post লাদেন বধে মার্কিন বাহিনীকে সাহায্য করেছিল আইএসআই, দাবি ইমরানের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement