shono
Advertisement

পাকিস্তানে নিষিদ্ধ সিনেমার ‘অশালীন’পোস্টার, বিতর্কের মুখে মন্ত্রী

কেন এমন সিদ্ধান্ত? The post পাকিস্তানে নিষিদ্ধ সিনেমার ‘অশালীন’ পোস্টার, বিতর্কের মুখে মন্ত্রী appeared first on Sangbad Pratidin.
Posted: 04:23 PM Aug 31, 2018Updated: 04:53 PM Aug 31, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও ধরনের সিনেমার ‘অশালীন’ বিলবোর্ড ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করল পাকিস্তান প্রশাসন। পাক তথ্য মন্ত্রী ফায়াজ-উল-হাসান চোহান জানিয়ে দিলেন, পাকিস্তানের পাঞ্জাবে প্রকাশ্য রাস্তায় কোনওরকম অশালীন বিলবোর্ড টাঙানো যাবে না।

Advertisement

[কেমন দেখতে সৃজিতের ভাওয়াল সন্ন্যাসীকে? প্রকাশ্যে যিশুর লুক]

প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খান প্রধানমন্ত্রীর তখতে বসার পর থেকেই বিভিন্ন বিষয়ে কড়া হয়েছে প্রশাসন। খরচ কমাতে ইতিমধ্যেই নেতা-মন্ত্রীদের বিমানের বিসনেস ক্লাসে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। এবার বিনোদনেও রাশ টানা হল। নয়া সরকার গঠনের পর গত সপ্তাহেই তথ্য মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন চোহান। ইমরান খানের তেহরিক-ই-ইনসাফের জয়ের নেপথ্যে সমর্থন ছিল চোহানের ইসলামিস্ট পার্টির। সম্প্রতি একটি জনসভায় চোহান বলেন, নিষেধাজ্ঞা ঘোষণার তিনদিন পরেও পাঞ্জাবের প্রেক্ষাগৃহে যদি কোনও ‘অশালীন’ বিলবোর্ড চোখে পড়ে তবে কর্তৃপক্ষকে জরিমানা দিতে হবে। আর কেউ এর দায় নিতে না চাইলে সিনেমাটিই বন্ধ করে দেওয়া হবে। তিনি প্রশ্ন তোলেন, কোনও মহিলার অর্ধনগ্ন ছবি দিয়ে বড়সড় বিলবোর্ড বানিয়ে তা টাঙানোর কী মানে? এতে মনুষ্যত্বের কোন পরিচয় মেলে?

[চার ইঞ্চি হিল পরে বাগানে মাটি খুঁড়ছেন মেলানিয়া, নেটদুনিয়ায় শোরগোল]

এর আগে কখনও অশালীনতার দায়ে তো কখনও ধর্মে আঘাত লাগার কারণ দেখিয়ে পাকিস্তানে নিষিদ্ধ হয়েছিল একাধিক ভারতীয় সিনেমা। এবার পাক ছবির পোস্টার ও বিলবোর্ডে ছবি ব্যবহারের উপরও রাশ টানা হল। তবে গোটা বিষয়ের সমালোচনা করেছেন বিরোধীরা। এর বিরুদ্ধে সরব হয়ে সমাজসেবী অমর রশিদ টুইটারে লেখেন, “এমন সিদ্ধান্ত সরকারের নীতিপুলিশের পরিচয় ছাড়া আর কিছুই নয়।” ছবির নির্মাতাদের কাজে বা চিন্তাধারায় এভাবে বাধা দেওয়ার কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না বিরোধীরা।

The post পাকিস্তানে নিষিদ্ধ সিনেমার ‘অশালীন’ পোস্টার, বিতর্কের মুখে মন্ত্রী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement