সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উদ্দেশ্য, যেভাবে হোক আন্তর্জাতিক মহলে ভারতের ভাবমূর্তি খারাপ করা৷ নয়াদিল্লিকে অপদস্থ করা৷ আর সেজন্য মিথ্যার আশ্রয় নিতেও এবার পিছপা হল না পাকিস্তান৷ ৩৭০ ও ৩৫এ ধারা বিলুপ্তির পর জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে এবার টুইটারে ভুয়ো ভিডিও পোস্ট করল প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভার সদস্য আলি হায়দার জাইদি৷ লিখল, ‘‘৩৫এ ধারা হটানোর পরে ‘ভারত-অধিকৃত কাশ্মীর’-এর দৃশ্য।’’
[ আরও পড়ুন: ব্যস্ত রাস্তায় উলটে গেল তেলের ট্যাঙ্কার, ভয়াবহ বিস্ফোরণে মৃত ৬১ ]
জানা গিয়েছে, পাক মন্ত্রীর পোস্ট করা ভিডিওটি আসলে ২০১৬-র ৮ জুলাইয়ের৷ যখন সেনার সঙ্গে গুলির লড়াইয়ে খতম হয় উপত্যকার হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানি৷ এবং তার শোকযাত্রাতে শামিল হয় কয়েক হাজার সাধারণ মানুষ৷ এবার সেই ভিডিওটি এখানকার ভিডিও বলে চালিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে আলি হায়দার জাইদি৷ ভিডিওটি এখনও পর্যন্ত ৩৮০০ বার রিটুইট হয়েছে৷ এখানেই শেষ নয়, স্বৈরাচারি হিটলারের মুখের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির ছবি পাশাপাশি রেখেও টুইট করেছেন ইমরানের মন্ত্রিসভার এই সদস্য৷ টুইটে তিনি লেখেন, ‘‘বিজেপি হল আরএসএস-এর শাখা সংগঠন৷ যারা হিটলারের দ্বারা অনুপ্রাণিত৷ প্রাচ্যের উদীয়মান হিটলার হলেন নরেন্দ্র মোদি৷ যারা এর ভুক্তভোগী, তাঁদের উচিত এর প্রতিবাদী করা৷ #SaveKashmirFromModi৷’’
[ আরও পড়ুন: ‘খেলব না, তুই সন্ত্রাসবাদী’, লন্ডনে বিদ্বেষের শিকার ১০ বছরের শিখ কন্যা ]
উল্লেখ্য, কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক মহলে ভারতকে হেনস্তা করতে এর আগে রাষ্ট্রসংঘ, আমেরিকা, চিনের দ্বারস্থ হয় পাকিস্তান৷ কিন্তু দিনের শেষে হতাশ হয়েই ফিরতে হয় তাঁদের৷ আন্তর্জাতিক মঞ্চে মুখ পোড়ে ইসলামাবাদের। কাশ্মীর ইস্যুতে হস্তক্ষেপের পাক দাবি উড়িয়ে দেয় রাষ্ট্রসংঘ। শিমলা চুক্তির কথা স্মরণ করিয়ে দুই দশকে সংযম দেখানোর আরজি জানান রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুধু রাষ্ট্রসংঘই নয়, কাশ্মীর ইস্যুতে ভরতের পাশে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরশাহী, শ্রীলঙ্কা, মালদ্বীপ-সহ একাধিক দেশ। নিরপেক্ষ থাকলেও ভারতের দিকে ইঙ্গিতে ঝুঁকে রয়েছে আমেরিকা, চিন৷ এমনকী, কাশ্মীরের পুনর্জন্মেও নরেন্দ্র মোদির পাশে দাঁড়াল বন্ধু রাশিয়া।
The post ভুয়ো ভিডিওতে কাশ্মীরকে অশান্ত বোঝানোর চেষ্টা, বিতর্কে পাক মন্ত্রী appeared first on Sangbad Pratidin.