shono
Advertisement

‘কী সুন্দর গিয়ার বদলায়!’গাড়ি চালকের প্রেমে কাত পাক কিশোরী! বিয়ের পিঁড়িতে যুগল

সিনেমাকেও যেন হার মানায় এই প্রেমকাহিনি।
Posted: 01:20 PM Nov 04, 2022Updated: 01:20 PM Nov 04, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘প্রেমের ফাঁদ পাতা ভুবনে’। একথা যে কত বড় সত্য়ি, তার প্রমাণ একটু চোখকান খোলা রাখলেই মালুম হয়। এবং সত্য়িই কে যে কখন, কোন মুহূর্তে সেই ফাঁদে পড়বেন, তারও কোনও ইয়ত্তা নেই। কিন্তু তা বলে গাড়ির চালকের গিয়ার বদলানোর স্টাইল দেখে প্রেমে পড়া! এমনই কাণ্ড ঘটিয়েছেন এক পাক কিশোরী। কেবল প্রেমে পড়াই নয়, ১৭ বছরের কন্যা একেবারেই বিয়েই করে ফেলেছেন ২১ বছরের ওই তরুণকে।

Advertisement

সম্প্রতি পাকিস্তানের (Pakistan) এক দৈনিকে এই নিয়ে মুখ খুলেছেন নবদম্পতি। আর সেখানেই ‘ফাঁস’ করেছেন তাঁদের এমন অভূতপূর্ব প্রেমকাহিনি। কীভাবে শুরু হয় মন উচাটনের পালা? খতিজা নাম্নী কিশোরীর বাবা মেয়েকে গাড়ি চালানো শেখাতে নিয়োগ করেন তরুণকে। কে জানত গল্প কীভাবে অন্য খাতে বইতে শুরু করবে। অচিরেই তরুণের গাড়ি চালানোর ঝকঝকে ক্ষমতা দেখে মুগ্ধ হতে শুরু করেন খতিজা। বিশেষ করে তরুণ যেভাবে গাড়ির গিয়ার বদলাতেন তা দেখে রীতিমতো ফ্যানগার্ল হয়ে যান তিনি।

[আরও পড়ুন: ‘আমাকে হত্যার ষড়যন্ত্র খোদ পাক প্রধানমন্ত্রীর’, হাসপাতাল থেকেই বিস্ফোরক ইমরান]

গাড়ি চালানো আর শেখা হয়নি খতিজার। কিন্তু ওই প্রশিক্ষণ চলার ফাঁকেই তৈরি হয়ে যায় একটি নিটোল ও সিনেমার মতো প্রেমকাহিনি। কিশোরী জানাচ্ছেন, যখন তাঁর প্রেমিক গিয়ার বদলাতেন তাঁরও ইচ্ছে হত ওই হাতে হাত দিতে। শঙ্খ ঘোষ যতই বলুন ”হাতের উপর হাত রাখা খুব সহজ নয়”, সদ্য প্রেমিক-প্রেমিকারা সেসবে কি আর কান দেন?

বিয়ে হয়ে গিয়েছে দু’জনের। সাক্ষাৎকারের সময় দেখা গিয়েছে তাঁরা যেন পরস্পরের প্রেমে একেবারে ডুবে রয়েছেন। আর এই প্রেমকাহিনিকে তাঁরা একটা গান উৎসর্গ করতে চান। কী সেই গান? ‘ববি’ ছবির বিখ্যাত গান ‘হাম তুম এক কামরে মে বন্ধ হো।’ এভাবেই প্রেমে একেবারে মজে রয়েছেন দু’জনে।

[আরও পড়ুন: চুরির পর চিঠি পাঠিয়ে ব্ল্যাকমেল করে মোটা টাকা আদায়ের চেষ্টা, জলপাইগুড়িতে গ্রেপ্তার যুবক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার